দেশে শক্তিশালী বিরোধী দল নেই!!!

দেশে কোনো শক্ত বিরোধীদল নেই!

এই কথাটা সুশীল, কুশীল, দালাল শ্রেনীর মুখে প্রায়ই শুনতে পাওয়া যায়। দেশে শক্ত বিরোধীদল নাই। শক্ত বিরোধীলদলটারে যে তিলে তিলে শেষ হইতে দিলেন, এইটার কথা কইবেন না?

২০১৩ থেকে যখন টানা, সকল মিডিয়ায়, সকল বুদ্ধিজীবীগণ বিএনপিকে রাজাকার, স্বাধীনতাবিরোধী, সন্ত্রাস বলে বলে বিদায় করে দেয়া হচ্ছিল তখন আপনার মাথা হেলিয়ে সায় দিয়েছিলেন না?

২০১৪ সালের নির্বাচনের আগে যখন চিহ্নিত ছাত্রলীগের ছেলেরা পেট্রোল বোমা মেরে বাস পুড়িয়েছে, তখন কেউ তাদের ব্যাপারে আলাপ করতে সামনে আসেন নাই!

২০১৫ সালে যখন মাত্র পাঁচ কোটি টাকার হাস্যকর অংকের টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়াকে সাজা শুনানো হয়েছিল, তখন কেউ বলেন নাই শক্ত বিরোধীদল নষ্ট হইলো।

২০১৮ সালে যখন স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় না মরার অধিকার চেয়ে পথে নামলো তখন আপনারা নামলেন না। ওরা শক্ত বিরোধীদল ছিল না?

একটা গণতন্ত্রে শক্তিশালী বিরোধীদল হচ্ছে জনগণ নিজেরাই। এর চাইতে শক্তিশালী কেউ নাই।

এই দালাল বুদ্ধিজীবীরা যখন বলেন শক্ত বিরোধীদল নাই, তারা আসলে আক্রমণ করেন আপনাকে- আপনি বিরোধীদল হতে চাওয়াকে আক্রমণ করে তারা।

বিরোধী হন। বিরোধ করেন।

You may also like...

Read previous post:
অদক্ষ মন্ত্রী এবং আমলাতন্ত্র

সুশাসন ও নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থীর জন্য হাহাকার করছি আমরা দেড় যুগ ধরে। সে জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের...

Close