ফেসবুকে মতামত প্রকাশের কারনে এক্টিভিস্টদের উপর আওয়ামী সরকারের হামলা

বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার যা দশ মাস আগে এক প্রহসনের নৈশ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে তার এজেন্সিগুলো ফেইসবুকে ভিন্নমতের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছে। তারা বাংলাদেশের ব্লগার, লেখক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবি যারাই সরকারের সমালোচনা করে তাদের ফেইসবুকের উপস্থিতি আর লেখালেখি বন্ধ করে দিতে চাইছে।।

ফ্যাসিস্ট সরকারের একটা আইটি সেল করেছে সেই আই টি সেলের কাজ হচ্ছে, সরকার সমালোচক ও বিরোধীদের প্রোফাইলে গালাগালি হুমকি দেয়ার পাশাপশি ম্যাস রিপোর্টিং করে আইডি ব্যান করে দেয়ার ঘটনাগুলো ঘটানো। সরকারি এজেন্সিগুলো যেহেতু মোবাইল আলাপ এবং এস এম এস পড়তে পারে তাই তারা ফেইসবুকে যুক্ত মোবাইলে রিকোভারি এস এম পাঠিয়ে আইডির নিয়ন্ত্রন নিয়ে সেই আইডি পার্মানেন্টলি রিমুভ করে দেয়।

আমার মনে হয় ফেইসবুক তার ইউজারদের নিরাপত্তার স্বার্থে ম্যাস রিপোর্টিং আর এস এম এস রিকোভারি কোডের বিষয়ে পর্যালোচনা করে ইউজারদের অধিকতর নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতে পারে।

You may also like...

Read previous post:
সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো নজর রাখছে আপনার মোবাইল ফোনে!

সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ডিজিএফআই নামক সরকারি লাইসেন্সপ্রাপ্ত মাফিয়া বাহিনী প্রতিনিয়ত নজর রাখছে আপনার মোবাইল ফোনে। আপনার ল্যাপটপে।...

Close