হাসিনার দেশে ক্রস ফায়ার

স্বাধীনতার পরে বাংলাদেশে প্রথম ক্রস ফায়ার কে হয়ে ছিলো? তখন অবশ্য ক্রস ফায়ার ছিলো কি না জানি না! তবে ফায়ার যে হইছিলো তাতো সত্য। বলেন দেখি তার নাম… সে কি রাজাকার ছিলো?

বিনা বিচারের হত্যা কোন ভাবেই সর্মথন করা যায় না। তবে যারা সরাসরি একটা স্বাধীন দেশের বিপক্ষে যুদ্ধ ঘোষনা করে শুধুমাত্র আর্দশিক কারনে এবং সাধারন মানুষ কে হত্যা করে জ্বলন্ত ইট খোলার আগুনে পুড়িয়ে। তারা কি মানুষ বা মনুষ্যত্বের কিছু কি ঐ মানুষদের মধ্য আছে? এই কিছু দিন আগে পত্রিকায় দেখছিলাম যে সুন্দরবনের এক হিংস্র বাঘ লোকালয়ে ঢুকে তিনজন মানুষ কে “হত্যা” করে পরে স্থানীয় মানুষ সেই বাঘটি কে মেরে গাছে ঝুলাইয়া রাখে। এখন আমার প্রশ্ন এই হিংস্র বাঘ আর টুটুলের মধ্যে পার্থক্য কি কি?

টুটুলের দুইটা হাত দুইটা ঠেং সে বাঘের ৪টা ঠেং ( ধরি বাঘের ও দুইটা হাত দুইটা ঠেং) চোখ ও দুইটা মুখ ও একটা, কান ও দুইটা, লিংগ ও একটা, মাথার মগজ ও একটা, গায়ের চামড়া এক না হলে ও প্রায় একই না হলে ও একটা ঘন পশমযুক্ত অন্যটা হালকা পাতলা। তাহলে ঐ বাঘের মৃত্যুতে কান্না কাটি না করতে পারলে একোন কেন কান্না?? কিছু পশু মানুষ পোষে তবে হিংস্র পশু কেউ পোষে না! দেখলেই বন্দুক তাক কইরা গুলি করে…… কারন বাঁচতে হলে লোকালয়ের হিংস্র পশু মারতে হবে। আপসুচ হইলো মানুষ আর টুটুলেরা এক সাথে থাকতে পারে না তা কেন ওমর, বকর। সাইফুলেরা বুঝে না!!!

আজকে বিডি নিউজের খবরে দেখলাম বদরউদ্দিন ওমর ডাঃ টুটুলের জন্য কান্না কাটি করতেছে!! সে ওমরের কাছে আমার প্রশ্ন  ডাঃ টুটুলেরা যখন সাধারন মানুষ কে নির্মমভাবে হত্যা করে ছিলো তখন তো এ রকম সংবাদ সম্মেলন করে প্রতিবাদ বা দুঃখ প্রকাশ করেন নি! কেন?? লেজ দেখায় যায় ওমর। একজন জঘন্য জানোয়ারের জন্য কান্নার চেয়ে ঢাকা শহরের অনেক অবৈধ কুকুর আছে যাদের সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাদের কে নিয়ে চিন্তা করুন আধুনিক বামপন্হায় কিভাবে ঐ সব কুকুরদের পূন্যবাসন করা যায়। আজাইরা ডেকু কেনু তুলো দাদা?

আরেক পতিতার বাপ নিজের ঘর ঠিক রাখতে পারে না সে আইচে টুটুল কান্নায় শামিল হইতে! তোমার মাইয়া ৮০ বছরের বুইরা ভামের লগে পিরিত করে অবৈধ উপায়ে টেকা কামানোর ধান্দায়। ঘরে আলো জ্বালাইয়া তারপর বাহিরে আসো……

এই সব কান্না কাটিতে বুঝা যায় এরাই হলো ডাঃ টুটুলের গড ফাদার । এত কান্না কাটির কি আছে? ডাঃ টুটুলেরা নিরীহ মানুষ হত্যা করেছে বাংলাদেশ সরকার হিংস্র পশু হত্যা করেছে। পার্থক্য এখানে এই জন্য র‍্যাব এর ক্রস ফায়ার সর্মথন করি। যদি র‍্যাব না পুলিশ ক্রস ফায়ার করেছে…………..

  • crossfire

You may also like...

Read previous post:
সজীব ওয়াজেদ জয় একজন দাগী আসামী

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে আমার কাছে। জয়ের দুর্নীতির তথ্য তো...

Close