ধর্মের নামে ব্যবসা করেছে শফি হুজুর

একদিন যেই হেফাজত ইসলামী দলটির কথা শুনলেই আওয়ামী শিবিরের গা জ্বালা করতো এখন সেই শফি হুজুরের সাথে হাসিনার বড় মোহাব্বতের সম্পর্ক। আমি যেই এই কথা বানিয়ে লিখছি তা কিন্তু নয়। বরংচ শফি হুজুর-ই এই কথাগুলো অকপটে বলে গেছে। তিনি বলেন-

কওমী সনদের স্বীকৃতি না দেয়ার জন্যে প্রধানমন্ত্রীকে অনেকে বিভ্রান্ত করেছেন কিন্তু তিনি কারো কথা শুনেননি, আমাদের দাবি পুরণ করেই দিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে “বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া” -এর সদ্য সমাপ্ত এ বছর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ‘মুমতায’ (জিপিএ-৫) বিভাগে উত্তীর্ণ চট্টগ্রামের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও কওমী মাদরাসার ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও অাল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হাটহাজারী আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে কথাগুলো বলেন।

কওমী আলেমরা আওয়ামীলীগ হয়ে গেছে এমন মন্তব্যকারীদের কমবখত বলে তিনি আরো বলেন আমরা আওয়ামীলীগ নই কথা বার্তা বলার সময় জেনে শুনে বলা উচিৎ আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তবে আওয়ামীলীগ হলেও আপত্তি নেই কারন আওয়ামীলীগের মধ্যে এমন এমন মানুষ আছে যারা দ্বীনকে ভালবাসেন, মোটা অংকে মাদ্রাসায় দান করেন। সংবর্ধীত ছাত্রদের উদ্দেশ্য করে তিনি বলেন যারা পাশ করেছ তাদের দায়িত্ব আরো বেড়ে গিয়েছে চারদিকে দ্বীনের খেদমত করতে হবে। ১লা অক্টোবর সোমবার দুপুরে নাজিরহাট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সেলিম উল্লাহ খানের সভাপতিত্বে ও মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এই শফি হুজুরের মত এমন এক ভন্ড যে কিনা কয়েকদিন আগেও আওয়ামীলীগের বিরুদ্ধে বলেছে এবং তাদের সকল সমর্থকদের নাস্তিক পর্যন্ত ডেকেছে সেই শফি এখন শেখ হাসিনার কোলে বসে ফূর্তি করে। আবার যেই শেখ হাসিনা শফিকে তেতুল হুজুর বলে অভিহিত করেছিলো সেই হাসিনা এখন শফির বাহুর নীচে এসে প্রেমে আবদ্ধ হয়েছে। শফির মত এসব লোকেরাই এখন ধর্ম বেচে খায় আর ধর্মকে ব্যবসার উপকরণ বানিয়ে ছেড়েছে। ইসলাম ধর্মের নামে রাজনৈতিক ব্যবসা লুটে নিয়েছে শফি আর তার পরিবার। বাংলাদেশ রেলওয়ের ১৪৩ কাঠা জমি আর হাসিনার থেকে কোটি টাকার অনুদান ভিক্ষা নিয়ে শফি হুজুরের এখনকার পথ চলা। ভাবতেই ঘৃণা হয় এই লোকটি নাকি হাজার হাজার আলেম, মুফতি বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিতদের গুরু। আমি থু দেই এমন ধর্ম বেত্তাদের যারা ধর্ম বেচে খায় আর এটিকে ব্যবসার উপকরণ বানিয়ে বেঁচে থাকে।

You may also like...

Read previous post:
বাকশালি সরকারের কীর্তি

বাকশালি সরকারের অধীনে নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম হলেও নিয়মিত পত্রিকা পাঠক ছিলাম বা আছি এজন্য যে কিছু অন্তত জানা যায়। গত...

Close