সিংহের ছানোপোনাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে চিন্তিত ভেড়া পরিষদ বনের প্রধানমন্ত্রী সিংহকে স্মারকলিপি পাঠালো। বনের প্রধানমন্ত্রী ভেড়াদের আশ্বস্ত করলেন এ ব্যাপারে শেয়ালমণ্ডলীকে নির্দেশ দেয়া হয়েছে। শেয়ালমণ্ডলীর সাথে শীঘ্রই তিনি আলোচনায় বসবেন।
শেয়ালমণ্ডলী হায়েনাসমিতির সাথে ভিডিও কনফারেন্স করলো, তাদের পরামর্শ শেয়ালমণ্ডলী বনের প্রধানমন্ত্রী সিংহকে অবহিত করলো। বনের প্রধানমন্ত্রী সিংহ ভেড়াদের সাথে আলোচনায় বসে জানালেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আইন বিভাগের কোকিলদের সাথে আলোচনা হবে, এক সপ্তাহ পরে ভেড়া পরিষদ যেন দপ্তরে আসে। আইনবিভাগের কোকিলরা বনের প্রধানমন্ত্রী সিংহের দপ্তরে হাজির হলো। বনের প্রধানমন্ত্রী সিংহ কোকিলদের বধ করলেন।
এক সপ্তাহ পর ভেড়া পরিষদ বনের প্রধানমন্ত্রী সিংহের গুহায় আসলো। বনের প্রধানমন্ত্রী সিংহ জানালো ভেড়া পরিষদের অনুরোধে, হায়েনা সমিতির পরামর্শে, শেয়ালমণ্ডলীর সুপারিশে বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার করতে আইন বিভাগের কোকিলদের বধ করা হয়েছে। এখন বিচার সোজা বনের প্রধানমন্ত্রী সিংহের গুহা থেকেই পরিচালিত হবে। বিচার করবে হায়েনা সমিতি আর শেয়ালমণ্ডলী থেকে নির্বাচিত প্রতিনিধির দল।
ভেড়া পরিষদ ভগ্নমনোরথে গুহা ত্যাগ করার সময় দেখলো বনের প্রধানমন্ত্রীর ছানাপোনারা কোকিলের মাংস দিয়ে দুপুরের খাবার সারছে।