ইসলাম ধর্ম নারী বিদ্বেষী

নারী বিদ্বেষের সাথে ইসলাম সরাসরি সম্পর্কিত একটা ব্যাপার। আমাদের দেশীয় নারীরা, আমাদের নারীনেত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রীরা যেভাবে ইসলাম তোষণ করেন তাতে মনে ইসলামের মত নারীবাদী ধর্ম বোধ হয় জগতে আর কিছু নাই!

ইসলাম নারীদের প্রহার করার অনুমতি দেয়। সুরা নিসার ৩৪ নং আয়াতে আল্লাহ সে অনুমতি দেয়-

সুরা নিসা আয়াত ৩৪

আর যাদের (স্ত্রীদের) মধ্যে কোন অবাধ্যতা খুঁজে পাও তাদের সদুপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ কর এবং প্রহার কর। যদি তাতে তারা বাধ্য হয়ে যায়, তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না।

ব্যাপারটা মোটেও এমন না যে ইসলাম আসার আগে মানুষ বউ পেটানো জানতো না। তবে ইসলামকে শান্তির ধর্ম বলা লোকেরা জানে না যে ইসলাম এই কথাও বলে। ইসলামের নবী শ্রেষ্ঠ লোক কিন্তু সেও তার স্ত্রীকে আঘাত করতো-

হযরত আয়শা হতে বর্ণিত, তিনি (মুহাম্মদ) আমাকে বুকের ওপর আঘাত করলেন যা আমাকে ব্যথা দিল। [সহি মুসলিম, বই -৪, হাদিস -২১২৭]

আর স্ত্রীকে আঘাত করলে এর কোনো বিচার হবে না-

স্ত্রীকে কেন প্রহার করা হলো সে বিষয়ে শেষ বিচারের দিন তাকে কোন কিছু জিজ্ঞাসা করা হবে না। [আবু দাউদ , বই নং- ১১, হাদিস -২১৪২]

ইসলামে নারী হচ্ছে জগতের সকল দূর্দশার কারণ-

গ্রন্থের নামঃ সহীহ মুসলিম (ইফাঃ)

হাদিস নম্বরঃ [3512]

অধ্যায়ঃ ১৮/ দুধপান

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন

পরিচ্ছদঃ ৯. মহিলাদের সম্পর্কে ওসিয়ত

৩৫১২। মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবন নুমায়র আল-হামদানী (রহঃ) … আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) সূত্রে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়া উপভোগের উপকরণ (ভোগ্যপণ্য) এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী।

হাদিসের মানঃ সহিহ (Sahih)

 

গ্রন্থের নামঃ সহীহ মুসলিম (হাঃ একাডেমী)

হাদিস নম্বরঃ [3535]

অধ্যায়ঃ ১৮। দুধপান

পাবলিশারঃ হাদিস একাডেমি

পরিচ্ছদঃ ১৭. দুনিয়ার সর্বোত্তম সম্পদ সতী নারী

৩৫৩৫-(৫৯/১৪৬৭) মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র আল হামদানী (রহঃ) ….. আবদুল্লাহ ইবনু আমর (রাযিঃ) এর সূত্রে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুনিয়া উপভোগের উপকরণ (ভোগ্যপণ্য) এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। (ইসলামিক ফাউন্ডেশন ৩৫০৬, ইসলামীক সেন্টার ৩৫০৭)

হাদিসের মানঃ সহিহ (Sahih)

 

আল্লাহ নারীদের দিয়ে জাহান্নাম ভরে রেখেছেন। নারী কুকুর, গাধার মতই একটা নিকৃষ্ট প্রাণী।

 

গ্রন্থের নামঃ সুনানে ইবনে মাজাহ

হাদিস নম্বরঃ [952]

অধ্যায়ঃ ৫/ সলাত কায়িম করা ও নিয়ম-কানুন

পাবলিশারঃ তাওহীদ পাবলিকেশন

পরিচ্ছদঃ ৫/৩৮. যা সলাত নষ্ট করে।

৬/৯৫২। আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেন: সালাতীর সামনে শিবিকার খুঁটির ন্যায় কোন জিনিস না থাকলে নারী, গাধা ও কালো বর্ণের কুকুর তার সালাত নষ্ট করে। অধস্তন রাবী বলেন, আমি বললাম, লাল বর্ণের কুকুর থেকে কালো বর্ণের কুকুরের পার্থক্য কি? তিনি বলেন, তুমি আমাকে যেরূপ জিজ্ঞেস করলে আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তদ্রূপ জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেনঃ কালো কুকুর হল শয়তান।

তাখরীজ কুতুবুত সিত্তাহ: মুসলিম ৫১০, তিরমিযী ৩৩৮, নাসায়ী ৭৫০, আবূ দাঊদ ৭০২, আহমাদ ২০৮১৬, ২০৮৩৫, ২০৮৭০, ২০৯১৪, ২০৯২০; দারিমী ১৪১৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৬৯৯।

হাদিসের মানঃ সহিহ (Sahih)

You may also like...

Read previous post:
ভুতুরে ভোটের মেয়র!!!!

“আমার কথা- ভোট দেবো কি? কোথায় পরিবেশ? হোক নিরাপদ ভোটাধিকার, ভোটটা করি বেশ।” কবি সালেম সুলেরীর এই দুইটি পঙক্তির মধ্যেই...

Close