বাংলাদেশের মানুষ দেশকে বিশ্বের মানচিত্রে স্থান অর্জনের জন্য অনেক কিছু হারিয়েছে । যা কিছু আমরা হারিয়েছি বা যাদের আত্মত্যাগের ফলে আমরা এই বাংলাদেশ পেয়েছি , তাদের অবদান ভুলার মত নয় । শুধু একজনের ধারা এই বাংলাদেশ স্বাধীন হয় নাই ।
কে এই শেখ মুজিব ? কেন শুধু উনার জন্য একবছর মুজিব বর্ষ পালন করা হবে ? আর কারও কি কোন অবদান ছিল না – এই দেশকে প্রতিষ্ঠা করতে ?
যুদ্ধের নয় মাস তিনি জেলখানায় বসেছিলেন । আর এদিকে দেশের সাধারণ মানুষ ১১জন সেক্টর কমান্ডারের উপর নির্ভর করে দেশ স্বাধীন করে ।
যদি কোন কিছু পালন করতে হয় , তবে তাদের সবার স্মরনে করুন । যাদের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি । যারা দেশের সংস্কৃতিতে অবদান রেখেছেন – তাদের সম্পর্কে নতুন জেনারেশন ও দেশবাসীকে জানান ।
জনগণের কষ্টের টাকা দিয়ে মুজিব বর্ষ নামক নাটক বন্ধ করুন । বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ । রাজতন্ত্র কায়েম বন্ধ করুন ।
বলা যায় না – কখন আবার ১৯৭৫ সাল ফিরে আসে । সবারই সাবধান থাকা উচিত ।