ভোটর আগে একটু ঠান্ডা মাথায় ভাবুন!

শুনেন একটি গল্প বলি। আজকের গল্পের প্রধান চরিত্র ধরেন  আপনি। অনুগ্রহ করে রাগ করবেন না। ধরুন আপনি দাওয়াত খেতে গেছেন আপনার জিগরি দোস্ত লাল মিয়ার বাসায় । দাওয়াতে খাবারের পদ ছিল ৪টা । পরেরদিন সকালে আপনারে যদি জিজ্ঞেস করা হয়– কি খাইলেন মিয়া ভাই ? আপনি গড়গড় করে বলবেন– ‘সাদা চাউলের ভাত খাইছি , আর ছিল মুরগীর লগে ডাল। ডালটা বাসি ছিল, মুরগীটাও ফার্মের। তবে পালং শাকটা কিছুটা ভালো ছিল !’

পরের দিন আপনার দাওয়াত ছিল প্রতিবেশী সোনা মিয়ার বাসায়। সেখানে পদ ছিল ৩৭টা । পরের দিন আপনারে জিজ্ঞেস করা হলো– মিয়া ভাই কি খাইলেন ?
আপনে বলবেন- ‘সাদা চাইলের ভাত ছিল , পোলাও ছিল তবে বাসী। ফার্মের মুরগীর লগে জানি আর কি কি ছিল… মনে নাই হেহেহে… ম্যালা পদ… কোনডার কথা যে কমু…’

এ সময় পাশ থেকে চান মিয়া বলে উঠবে- “মিয়া ভাই খাসির কথা কইলেন না!”

আপনে অবলীলায় বলে ফেলবেন- “হ! হ! খালি হাড্ডির পিস দিছে …”
চান মিয়া আবার বলে উঠলো- “আপনে কাতল মাছের কথা ভুইলা গেলেন!”
আপনে তখন লজ্জ্বার মুন্ডুটা ঢোক গিলে বলবেন- “ইশ কেমনে ভুললাম …ঐডা একদমই ভালা হয়নাই।”

সোনামিয়া তখন মন খারাপের ভান ধইরা কইবো- “লাল মিয়ার চাইর পদ এর চেয়ে খারাপ আছিলো না?’

বিএনপি আমলের অপকর্ম ছিল, তবে তা বর্তমান আওয়ামী লীগের চেয়ে অনেক কম। আপনারে আওয়ামী অপকর্ম জিজ্ঞেস করলে আপনে এত এত ইস্যু, এত এত পদের মাঝে কোনটা থুইয়া কোনটা কইবেন… তা নিয়ে চিন্তায় পড়ে যাবেন। আপনি ভুলে যাবেন পিলখানা হত্যাকাণ্ডের কথা। আপনার মনে পড়বে না পুঁজি বাজার লুটের কথা। কেন্দ্রীয় ব্যাংকের টাকা হ্যাক, ছাত্রলীগের হাতে বিশ্বজিত হত্যা, মধ্যরাতে ভোট ডাকাতি, পদ্মাসেতু কেলেংকারি… এগুলো কিছুই মনে পড়বে না আপনার। কিন্তু বিএনপি আমলের অপকর্ম জিজ্ঞেস করলে আপনি গড়গড় কইরা ৪ পদের খাবারের মত বলতে পারেন– গ্রেনেড হামলা-বাংলাভাই-দুর্নীতি-পূর্ণিমা ধর্ষন-খাম্বা…। এরপর কিছু খুইজ্যা না পাইলে মাথা চুলকাইতে চুলকাইতে নিজ উন্নয়নের ফিরিস্তি দিতে একবার মোবাইল টেপাটেপি করবেন, আরেকবার ব্লাউজের হাতার লগে বিউটি পার্লার টানবেন!

তাই বার বার করে বলছি, ভোট দেওয়ার আগে দয়াকরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। কারা উন্নয়নের কথা বলে লুটপাট আর বিদেশে টাকা পাচার করে? কারা মানুষের সামাজিক সম্প্রীতিকে নষ্ট করে দিয়েছে? কারা বিরোধী দল-মতের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে? আর কারা নির্যাতনের চূড়ান্ত সীমায় দাঁড়িয়েও চেষ্টা করছে মানুষের কথা বলার। ভেবে দেখুন, কোন দল আপনার জন্য, আপনার দেশের জন্য ভালো। তারপর ভোট দিন।

You may also like...

Read previous post:
সৌভাগ্যের বরপুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর?

কলেজ জীবনে ঠাকুরগাঁও সরকারি কলেজে শিক্ষক ছিলেন বর্তমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষক থাকাকালে তিনি  অর্থনীতি পড়াতেন। প্রশ্ন...

Close