DGFI এর গুন্ডাদের থেকে মুক্ত সাংবাদিক উৎপল দাস

বাংলাদেশের সামরিক গোয়েন্দাবাহিনী তথা গুন্ডা বাহিনীর কবল থেকে সাংবাদিক উৎপল দাস মুক্ত হবার সংবাদটি মাত্রই প্রথম আলো পত্রিকার মারফত পেলাম। সেখানে লিখেছে-

সাংবাদিক উৎপল দাসকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় পাওয়া গেছে। উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিব আহমেদ জানান আজ রাত ১২টার দিকে কে বা কারা উৎপলেকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। রাজিব উৎপলের ব্যক্তিগত নম্বরে তাঁর সঙ্গে কথা বলেছেন। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন। পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস ১০ অক্টোবর নিখোঁজ হন।

লক্ষ্য করে দেখু যে এখানে কিন্তু বলা নেই যে কে নিয়ে গেছে উৎপলকে, কিভাবেই বা খুঁজে পাওয়া গেলো তাঁকে কেনই বা তাকে গুম করা হয়েছিলো। পত্রিকাগুলো ভয়ে কিছু লিখছে না কিন্তু আমরা সত্য বলে যাবই।

সত্য ঘটনা হচ্ছে সাংবাদিক উৎপলকে অপহরন করেছে ডি জি এফ আই এর হারামী গুন্ডাগুলো। এরা একে একে পাকিস্তানী হানাদারদের রূপ গ্রহন করছে। এরা হচ্ছে এই সময়ের আলবদর বাহিনী।

You may also like...

Read previous post:
গুম ফেরত ভুক্তভোগী দের মুখে তালা

সাংবাদিক উৎপল দাস, একজন গুম ফেরত ভুক্তভোগী বাংলাদেশি নাগরিক। আশ্চর্যের বিষয় হচ্ছে, তিনি এখন দাবী করছেন যে তিনি বেড়াতে গিএছিলেন,...

Close