৭১ এর বাংলাদেশে সাজাপ্রাপ্ত ঘাতক দালাল

পাকিস্তান থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিব ১০ জানুয়ারি রেসকোর্স ময়দানে যুদ্ধবন্দী ও দালালদের বিচারের কথা তার ভাষণে বলেন আর এই খবরটি প্রকাশিত হয়েছিল ১৯৭২ সালে ১১ জানুয়ারি দৈনিক বাংলায়।পরে খুলনা সহ কোটালিপাড়া ও অন্যান্য জেলায় বিভিন্ন ভাষণে বলেছিলেন কেউ যদি কোন দালালদের জন্য সুপারিশ করে বা বাঁচানোর চেষ্টা করে তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে।

বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের সাধারণ ক্ষমার ব্যাপারে এখনো কোথাও কোথাও যে গুঞ্জন ওঠে যে তার সাধারণ ক্ষমা ঘোষণায় দালালদের সবাই ছাড়া পায় এই কথার সত্যতা ওই সময়ের কোন পত্র পত্রিকায় পাওয়া যায়নি। ক্ষমা সংক্রান্ত যে প্রেসনোট টি ছিল সেখানে স্পষ্ট বলা ছিল যে, ‘‘খুন, খুনের চেষ্টা, ধর্ষণ,  ঘরবাড়ি ও জাহাজে অগ্নিসংযোগ এসকল অভিযোগে অভিযুক্তদের  ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন প্রযোজ্য হইবে না।’’  খবরটি প্রকাশিত হয়  পহেলা এপ্রিল, ১৯৭২ দৈনিক পূর্বদেশ পত্রিকায়। মুক্তিযুদ্ধের সময়  পশ্চিম পাকিস্তানের সরকার কে সকল প্রকার বিবৃতি দেয়া আর সেই সাথে পশ্চিম পাকিস্তানের  আওয়ামী মুসলিম লীগের গণ পরিষদ ও প্রাদেশিক পরিষদের যোগ দেয়া  ২৩ জন কে বহিষ্কারও করেছিলেন। এই খবরটিও প্রকাশিত হয় এপ্রিল ১০, ১৯৭২ দৈনিক ইত্তেফাক পত্রিকায়। এ সময়কার আর পত্র পত্রিকা থেকে জানা যায় যে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের জন্য এবং এই দালালদের বাঁচাতে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল ওই সময়কার  ‘মুসলিম বাংলা আন্দোলন’ যারা ছিল ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তি। আর এদেরকে উস্কে দিয়েছিল এবং যারা এর নেপথ্যে ছিল সেই দল টি হল জামেয়েত ইসলামী । এই জামায়েত ইসলামীর সাথে আরও বিভিন্ন ধর্ম ভিত্তিক মৌলবাদী মুসলিম দল এর দোসর হিসেবে কাজ করে ।

ভীষণ ভাবে তোপের মুখে একেকজন রাজাকার দালাল গুলো ভীত সন্ত্রস্ত হয়ে পরে। নীরবে পরিকল্পনা করতে থাকে কিভাবে সবাই বিচার থেকে মুক্তি পাবে। সেই নিল নকশা আগে থেকেই একে যাচ্ছিল সবাই। সুযোগ বুঝে কোপ মারার ধান্দায় ছিল সবাই। কিন্তু বঙ্গুবন্ধুর সজাগ দৃষ্টি ও  ক্ষমতা এই দালালদের   প্রথম দিকে নাজেহাল করে দিয়েছিল।

একটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ  এবং উল্লেখযোগ্য  যে, আবুল কামাল ইউসুফ ’৭১ সালের মে মাসে  ৯৬ জন   জামায়েত কর্মী নিয়ে  খুলনার  খান জাহান আলী সড়কের একটি আনসার কাম্পে প্রথম রাজাকার বাহিনী গঠন করে। ওই সময় দৈনিক সংগ্রাম সহ বিভিন্ন পত্রিকায় ঢালাও ভাবে এই সকল খবর প্রকাশিত হয়। একটি দেশ কে জানতে বুঝতে এবং পরিচালনা বর্গ, আভ্যন্তরীণ বিষয় গুলো জানতে সংবাদ পত্রের বিকল্প আর অন্য কিছু হতে পারে বলে মনে হয় না। তাই ‘৭১ সালের সংবাদ পত্র গুলো ঘাঁটলে অনেক অজানা  তথ্য বের হয়ে আসে যা ওই সময়কার বাস্তব চিত্রগুলো বোঝার ব্যাপারে বেশ সহায়ক। সেই সাথে  এই রাজাকার, দালাল  দ্বারা সংঘটিত খবর গুলো রীতিমতো  বীভৎস, ভীতিকর, অস্বাভাবিক ও অসস্থিকর।

স্বাধীনতা বিরোধী ও এই দালালদের সমর্থন পেতে ন্যাপ (ভাসানী) ,আতাউর রহমান (জাতীয় লীগ) , আওয়ামী লীগ বিরোধী পিকিং পন্থী  জোট ১৯৭৩ সালের  সাধারণ নির্বাচনের আগেই দালালদের মুক্তি দাবি করে। ন্যাপ সহ ওই সময়ে  ছয় দলীয় জোটের ৭ দফায় এই দালাল আইন বাতিলের প্রতিশ্রুতি দেয়া হয়। ওই সময়কার পত্র পত্রিকা গুলো তে এই খবর গুলো আলোচনা ও সমালোচনার ঝড় তলে স্বাধীন বাংলায়। তোপের মুখে যখন এই দালাল আইন বাতিল হয় তখন বড় বড় রাজাকার ও সাজাপ্রাপ্ত দালালরা মুক্তি পায়।

বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা ঘোষণা করেন ১৯৭৩ সালের  ৩০ নভেম্বর। কিন্তু এই ক্ষমা ঘোষণার আগ পর্যন্ত   দালাল বন্দী ছিল ৩৭ হাজার ৪৭১ জন। এদেরকে গ্রেফতার করার কাজ শুরু হয় ১৯৭২ এর জানুয়ারি মাসে।

 বিচারের জন্য সরকার ওই সময়ে ৭৩ টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এপ্রিল মাসে বিচার শুরু করেন। আনুমানিক ১৯ জনের মৃত্যুদণ্ড হয়েছিল। যাবজ্জীবন কারাদণ্ড আর বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়েছিল আনুমানিক ৭৫২ জনের। বঙ্গবন্ধু যখন ১৯৭৩ সালের  ৩০ নভেম্বর সাধারণ ক্ষমা ঘোষণা করেন তখন ২৫ হাজার  ৭১৯ জন  আসামীকে ছেড়ে দেয়া হয় । কিন্তু  আনুমানিক ১১ হাজার দালাল দের সুনির্দিষ্ট অভিযোগের কারনে বন্দী করে রাখা হয় আর তাদের বিচারের কাজ চলমান রাখা হয়। বঙ্গবন্ধু ক্ষমতায় থাকা কালিন সর্বমোট ২ হাজার  ৮৮৪ টি মামলা  নিষ্পত্তি হয়। তোপের মুখে কালো টাকার মালিক এই রাজাকার আর দালালদের দল  বিভিন্ন ভাবে এই বিচার কাজ বন্ধ করার আপ্রান চেষ্টা চালিয়ে যায়। প্রচুর অর্থ বিভিন্ন ভাবে উপরমহলের কাছে বিতরন করা হয়। তখনকার পত্র পত্রিকাতে খবরগুলো প্রকাশিত হয়।

দুঃখজনক হলেও সত্যি যে  স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বঘোষিত প্রেসিডেন্ট এই জিয়াউর রাহমান ১৯৭৫ সালে ডিসেম্বরে ৩১ এ দালাল আইন বাতিল ঘোষণা করে। আর ৪ টি সুনির্দিষ্ট অপরাধে প্রায় ১১ হাজার দালালদের মুক্ত করে দেয়া হয়।  দৈনিক আজাদ, পূর্বদেশ,  দৈনিক বাংলা, বাংলার বানী, দৈনিক সংবাদ খবরের কাগজ গুলোতে এই খবর এর সত্যতা মেলে।

যেসকল দালালদের  সাজা হয়েছিলো- দালাল আইন এর প্রথম ফাঁশির রায় হয়েছিলো কুষ্টিয়ার মিরপুর গ্রামের রাজাকার চিকন আলীর। ৭২ সালের জুনের ১১ তারিখে দৈনিক বাংলার প্রধান শিরোনাম হয় ‘দালালীর দায়ে মৃত্যুদণ্ড’। ৭১ এর ১৯ অক্টোবর সেই গ্রামের ইয়াজুদ্দিনকে গুলি করে মারার জন্য ফাঁশির আদেশ হয়। কিন্তু উচ্চ আদালতে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাবাস দেয়। কিন্তু  ৮ বছর  ৪ মাস জেল খাটার পর দালাল আইন বাতিল হলে এই রাজাকার জেল থেকে ছাড়া পায়।  ৮ বছর আগে চিকন আলির মৃত্যু হয়। দৈনিক বাংলায় ৭২ এর  ৬ অক্টোবর প্রখ্যাত শিক্ষক  অধ্যাপক ডঃ এ কে আজাদ কে ৭১ এর ১৫ ডিসেম্বর আজিমপুরের দায়রা শরিফের বাসা থেকে ধরে নিয়ে হত্যা করার জন্য এক মামলায় ৩ দালালের মৃত্যুদণ্ড হয়। আইয়ুব আলী। মকবুল হোসেন ও  জোবায়ের ছিল আলবদর বাহিনীর সদস্য। এদেরকে এখনও আর খুজে পাওয়া যায় নি।

রাজাকার/ দালাল জেলা/গ্রাম সাজা অভিযোগ প্রকাশিত সংবাদ পত্রিকা
 আব্দুল হাফিজ দেবীদ্বার উপজলার জাফরগঞ্জ গ্রাম ৪১ বছর হত্যা। লুট, দালালী মামলায় অন্যান্য ধারায় অপরাধ বাংলার বাণী

’৭৩,  ১২ এপ্রিল

আইনজীবীঃ সা’দ আহমদ (শান্তি কমিটি) কুষ্টিয়া যাবজ্জীবন কারাদণ্ড অপহরন, নরহত্যা, পাক বাহিনিকে সহযোগিতা , কুষ্টিয়ার সাজানো উপনির্বাচন দৈনিক পূর্বদেশ

’৭৩ । ১৪ মার্চ

মফিজুর রহমান/ চান মিয়া

 

মখলেছুর রহমান /খোকা মিয়া

 

মশিউর রহমান/লাল মিয়া

 

 

বগুরা, সরুগ্রাম হত্যা

 

 

হত্যা

 

হত্যা

মৃত্যুদণ্ড

 

 

যাবজ্জীবন

 

যাবজ্জীবন

মাতবর কেরামত আলী কাজি( শান্তি কমিটি)

মৃত্যু -১৯৯০

মুন্সিগঞ্জ ,চর  শিল মন্দি( বর্তমানে পূর্ব শিল মন্দি ) ৮ বছর কারাদণ্ড লুট , পাক বাহিনিকে সহায়তা, নির্যাতন
ইজহার(  এখন জাপা নেতা)  নীলফামারী সৈয়দপুর হত্যা, নির্যাতন,

রংপুরের নিসবেতগঞ্জের বধ্যভূমিতে তুলসীরামকে হত্যা

আলবদর সিদ্দিকুর রহমান

 

মোহাম্মদ গালিব

 

 

 

 

যাবজ্জীবন কারাদণ্ড

 

যাবজ্জীবন কারাদণ্ড

পূর্ব পাকিস্তান বিবিসির সংবাদদাতা নিজামউদ্দীনের অপহরণ দৈনিক বাংলা

’৭২, ৪ এপ্রিল

মুজিবুর রহমান যাবজ্জীবন কারাদণ্ড অপহরন, শ্রী কান্তি দাস হাওলাদারকে হত্যার অভিপ্রায়ে অপহরণ দৈনিক বাংলা

’৭৩ ,১২ জুলাই

 

ডঃ মালিক যাবজ্জীবন কারাদণ্ড মন্ত্রিসভার পূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে পাকিস্তানি দখলদার বাহিনীকে যুদ্ধ পরিচালনায় সহায়তা আজাদ পত্রিকা

’৭৩ ,৯ জানুয়ারি

মকবুল হোসেন

 

আইয়ুব আলী

 

আতিয়ার রহমান

ময়মনসিংহ

 

ময়মনসিংহ

 

ঢাকা

যাবজ্জীবন কারাদণ্ড ’৭১, ১৫ ডিসেম্বর ঢাকার আজিমপুর থেকে ধরে নিয়ে মন্টুকে হত্যা করে দৈনিক বাংলা

’৭৩, ৭ ডিসেম্বর

দীরুল আজির আসিফ আলী মৌলভীবাজার যাবজ্জীবন কারাদণ্ড পাক বাহিনীর সঙ্গে যোগসাজশ এবং তিন পল্লীবধুর শ্লীলতাহানির দৈনিক পূর্বদেশ

’৭৩ ,১৪ এপ্রিল

আব্দুল হামিদ

 

আজিজ উল্লাহ্‌

কুমিল্লা

 

কুমিল্লা

যাবজ্জীবন কারাদণ্ড রফিক উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধাকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরিয়ে দেওয়া। দৈনিক সংবাদ

’৭৩, ২০ এপ্রিল

শাস্তি হতো। বিচার হতো। সবকিছুই ঠিক মতই চলত। ’৭২ ’৭৩ এর পত্রিকা গুলো  পর্যালোচনা করলে বা  দেখলে অনেক খবর বেরিয়ে আসে। যা আমরা এ  প্রজন্মের অনেকেই হয়ত জানি না। অনেক  আশ্চর্য হই যখন ঠিক এরকম অনেক খবর  চোখের সামনে পরে।  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই আলবদর।, আলশামস, শান্তি কমিটি, ফ্রিডম পার্টি, জামায়েতি দালাল আর রাজাকার মিলে নারকীয় হত্যাকাণ্ড চালায়। দেশ টাকে চিঁরে ফেড়ে একশেষ করে। বিচার এদের হবেই। এই বাংলার মাটিতেই বিচার হবে। আর একটু ধৈর্য ধরতে হবে। বিচার হবেই। হবেই বিচার।

You may also like...

Read previous post:
নবীর বিবাহ ও আল্লাহ-র নির্দেশ প্রসঙ্গে

ধর্মের ইতিহাসে সর্বাধিক বিতর্কিত ধর্মীয় বাণী সম্ভবত আল কোরআন এর সুরা নিশা-র তৃতীয় আয়াত । “… বিবাহ করবে স্বাধীনা রমণী...

Close