বাংলাদেশে কারচুপির নির্বাচনের সংস্কৃতি শিকড় গড়াচ্ছে

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভোট হলো। এই উপজেলার অনেক ভোটকেন্দ্রেই সম্ভবতঃ বেশির ভাগ ভোটার একা বা স্বাধীনভাবে ভোট দিতে পারেনি এই নির্বাচনে।

ভোট দেওয়ার গোপন কক্ষে ভোটারের সঙ্গে ঢুকেছেন পোলিং এজেন্টও, অন্ততঃ একটি ভোটকেন্দ্রে সাংবাদিকেরা প্রমাণ পেয়েছেন। পাশাপাশি ভোটারের সঙ্গে গোপন কক্ষে প্রার্থীদের লোকজনও ঢুকেছেন সেই ভোটকেন্দ্রে।

প্রিসাইডিং অফিসার বলেছেন, ভোটারেরা ইভিএম ভোটিং মেশিনে ভোট দিতে পারেনা তাই তাদের সাহায্য করার জন্য গোপন কক্ষে লোক ঢুকেছে।

শাসক দল গত ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচনে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখায় সারা দুনিয়াতে ব্যপক সমালোচনায় পরাতে তারা এখন পরবর্তী নির্বাচনগুলোতে প্রতারণার নতুন নতুন কৌশল আবিষ্কার করছে। ইভিএম দিয়েই আওয়ামী লীগ পরবর্তী নির্বাচন গুলোতে রিগিং করবে।

যদিও বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে ব্যাপক প্রতারণার শিকার হওয়াতে আর ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে চায়না, তারপরেও মিডিয়ার চোখে পড়া এড়াতে ইভিএম ব্যবহার এবং সেই ইভিএম ব্যবহারের গোপন কক্ষে পোলিং এজেন্ট ও প্রার্থীর লোক ঢুকিয়ে আদতে প্রার্থীর লোক প্রার্থীকেই ভোট দিচ্ছে।

অজনপ্রিয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকা এবং তাদের অব্যাহত লুটপাটের জন্য ব্যাপক আকারে দমন পীড়ন, মানবাধিকার লঙ্ঘনই নয় নির্বাচন সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।

এই ফ্যাসিবাদ টিকে আছে ভারত রাষ্ট্রের প্রত্যক্ষ রাজনৈতিক সমর্থনে। ভারত কার্যত বাংলাদেশকে ক্ষমতাসীন ফ্যাসিস্টদের সহায়তায় একটি উপনিবেশে পরিণত করেছে।

বিশ্বের বুকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে জনগণের গনতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হলে গণতান্ত্রিক স্পেইস ধ্বংস হলে শুধু সেই দেশ বা সেই দেশের জনগণই ক্ষতিগ্রস্থ হয়না। সেই ফ্যাসিস্ট রাষ্ট্র সারা দুনিয়ার জন্যই নানা বিপদ তৈরি করে। বাংলাদেশের চলমান ফ্যাসিবাদ শুধু বাংলাদেশের জনগণের একার সমস্যা নয়, এটা সারা দুনিয়ার গনতান্ত্রিক ও লিবারেল মানুষের সমস্যা হিসেবে বিবেচিত হওয়া উচিৎ।

You may also like...

Read previous post:
নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশের অন্যান্য আন্দোলনের উৎসাহকে উদ্বুদ্ধ করবে

এক বছর আগে ঠিক এই দিনে নিরাপদ সড়কের দাবীতে বাংলাদেশে এক অভাবনীয় অভিনব শক্তিশালী ছাত্র আন্দোলনের জন্ম হয়েছিলো। স্কুলের ছাত্ররা...

Close