সরকারী মদদে আবরার ফাহাদের হত্যা

আমাদের অতি চালাক পুলিশ বাহিনী নিজেরাই প্রমাণ করে দিচ্ছে আবরারের হত্যা একটি পরিকল্পিত সরকারি মিশন।

আসুন, দেখি কীভাবে সেই সত্যটা পুলিশ নিজেই স্বীকার করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন , ‘রাত ৩টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলের সামনে গেলে পুলিশকে বলা হয়েছিল কোনও সমস্যা নেই।”

এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে সব স্বীকারোক্তি। পুলিশকে কে বলেছিলো “কোন সমস্যা নাই?” ছাত্রলীগ নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন?

যদি ছাত্রলীগের কোন নেতা বলে থাকে, “কোন সমস্যা নাই”, তাহলে এটাই প্রমাণ হয় পুলিশ ছাত্রলীগের কথা শোনে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপারেশন চালায়।

আর যদি বুয়েট প্রশাসন থেকে জানান হয় যে, “কোন সমস্যা নাই”, তাহলে আবরার হত্যার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

মনিরুল ইসলাম নিজেই বলুক কে বলেছিলো, কোন সমস্যা নাই? মনিরুল ইসলামের কথার এই ফাঁক দেখেও কোন সাংবাদিক কেন তাকে প্রশ্ন করে নাই তা আশ্চর্য লাগে।

You may also like...

Read previous post:
বদলে গেছে বাংলা বর্ষপঞ্জি

গ্রেগরিয়ান বর্ষপঞ্জি বা ইংরেজি ক্যালেন্ডারের সঙ্গে বাংলা বর্ষপঞ্জির বিশেষ দিনগুলোর সমন্বয় আনতে বাংলা একাডেমির বর্ষপঞ্জি সংস্কার কমিটি ২০১৯ সালে সরকারি...

Close