কাছা দিয়ে দেশ-জাতি রক্ষার লড়াই

এই ছবিটাকে দেখলাম অনেকেই ভুল বুঝেছেন। এই যে এতগুলা পুলিশের মাঝে লুঙ্গি কাছা দেওয়া একটা লোক, তাকে নিয়ে কত প্রশ্ন তারা তুলছেন। সে কে, এখানে কি করে, তার হাতে লাঠি কেন, সে ছাত্রদের উদ্দেশ্যে ঢিল ছুঁড়ছে অথচ পুলিশ তাকে ধরছে না কেন — এমন এমন সব প্রশ্ন করছেন। আসলে সচেতনতা ভালো। কিন্তু তাই বলে কি আপনাদের একটু কাণ্ডজ্ঞানও থাকবে না?

এই যে পুলিশের মাঝে সাদা গেঞ্জি আর লুঙ্গি কাছা দেওয়া মানুষটা, উনি পুলিশের একজন কর্মকর্তা। উচ্চপদস্থ কর্মকর্তা। বাসায় জামাকাপড় ছেড়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। তারপর হঠাৎ খবর এল, দেশ এবং জাতি আক্রান্ত। উনি একমুহূর্ত দেরি করেননি, লুঙ্গি পরা অবস্থাতেই ছুটে এসেছেন এবং কাছা দিয়ে দেশ-জাতি রক্ষার লড়াইয়ে নেমে পড়েছেন।

কোথায় সবাই উনাকে প্রশংসা করবে, তা না করে খালি সমালোচনা, কেন লুঙ্গি পরে আসল!! মানুষের বিবেকের মধ্যে কি একটুও কমনসেন্স নাই? আরে ভাই, উনি লুঙ্গি পরা অবস্থায় ছিলেন সেজন্য দেশ এবং জাতির ডাকে কালবিলম্ব না করে লুঙ্গি পরা অবস্থাতেই চলে এসেছেন।

সমালোচনা না করে একবার চিন্তা করেন, যদি লুঙ্গি না পরা থাকত? মানে, না-ওতো থাকতে পারত!

You may also like...

Read previous post:
সরকারের মুখোশ উন্মোচিত হয়ে পড়ছে, ক্রুদ্ধ পুলিশ পায়ে ছাত্র পিষছে!

উপমহাদেশে ইসলামী শাসনের অবসানের পর অত্যাচারী নিষ্ঠুর ব্রিটিশদের কবলে এক দীর্ঘকাল অতিক্রম করে এ অঞ্চলের মানুষ। কিন্তু, স্বাধীনচেতা এ জাতিকে...

Close