এত ভ্রমণের খরচ সজীব ওয়াজেদ জয় কিভাবে নির্বাহ করেন?

এটি বোধকরি অনেকেরই প্রশ্ন যে সজীব ওয়াজেদ জয় যে নানান সময়ে বাংলাদেশে আসেন এই উপলক্ষ বা সেই উপলক্ষ্যের কারনের সেই আসবার খরচ তিনি কিভাবে বা কোথায় পান? সজীব ওয়াজেদ জয়ের আয়ের উৎস গুলো কি? এই প্রশ্নের সঠিক উত্তর আজ পর্যন্ত কোথাও পাইনি কিংবা আমাকে আজ পর্যন্ত কেউ দিতে পারেন নি। প্রায়ই দেখা যায় যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে তার কাজের উদ্দেশ্যে আসেন। আমরা এও জানি বিভিন্ন পত্রিকা মারফত যে তিনি বিমানে প্রথম শ্রেণীভুক্ত ক্লাসে যাতায়াত করেন। আমরা যদি আমেরিকা থেকে প্রতি ভ্রমণে সর্বনিম্ন দেড় লক্ষ বাংলাদেশী টাকাও ধরি তাহলে বছরে যে তিনি কমের পক্ষে ৬ থেকে ৭ বার আসা যাওয়া করেন সেক্ষেত্রে তার খরচ হয় বাংলাদেশী টাকায় প্রায় ১০ লক্ষ টাকার মত।

প্রশ্ন হচ্ছে এই অর্থ সজীব ওয়াজেদ জয় কোথায় পান? যেহেতু তিনি যে চাকুরী করেন সে চাকুরী থেকে তিনি অর্থ নেন না তাহলে চলেন কিভাবে তিনি? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে তিনি আসলে দূর্নীতির সাথে যুক্ত? এই ধরে নেবার ক্ষেত্রটাও কিন্তু একেবারে গায়ে পড়ে জোর করে নয়।সজীব ওয়াজেদ জয় যে অতীতে শেভরন নামের একটা তেল কোম্পানীকে কোন ধরনের নিলাম ডাকা ছাড়া সরকারী সকল নিয়ম বা নীতি বিরুদ্ধভাবে একটি কম্প্রেসার কিনবার জন্য অনুমোদন দিয়েছিলেন সেটার প্রেক্ষিতে শেভরন জয়কে কিন্তু ৫ মিলিয়ন টাকা ঘুষ দেয়। এই প্রসঙ্গে উপরে বলেছি তাই এখানে আর নতুন করে বলছিনা।

জয় যে বেতন পাচ্ছে সেই বেতনের সাথে যদি আমরা বিশ্বের অন্যান্য নেতাদের বেতনের তুলনা করি তাহলে আসলে অবাক হয়ে যেতে হয়। আসুন পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানরা কত টাকা বেতন পায় একটু দেখে নিই।

*আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাসিক বেতন প্রায় ২৫ লক্ষ ৭০ হাজার টাকা

 

* ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের মাসিক বেতন প্রায় ১৪ লক্ষ ৮০ হাজার টাকা

 

* কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের মাসিক বেতন প্রায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা

 

* জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মাসিক বেতন প্রায় ১৬ লক্ষ ২০ হাজার টাকা

 

* ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন প্রায় ২ লক্ষ ৩৫ হাজার টাকা

 

* চীনের প্রেসিডেন্ট জি জিনপিং-এর মাসিক বেতন প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা

 

উপরের সবার বেতন একত্রিত করলে মোট মাসিক বেতন হয় ৭৮ লক্ষ ৮৩ হাজার টাকা।

 

You may also like...

Read previous post:
Real face of secularism in Bangladesh

Previously Published in South News24.com In an agitated response to a question posed to him by a journalist from Ekattor...

Close