শিশু আসিফাকে ধর্ষণ এবং হত্যার বিচার চাই।

এই ছোট্ট ফুটফুটে কন্যাশিশুটির ছবির দিকে তাকিয়ে ছিলাম বেশ কিছুক্ষণ। মানুষ এবং তার ধর্মের উপর রাগ আর ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করেছি, পারিনি। আপনারাও হয়ত পারবেন না। কিন্তু, আপনারা যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব আর বিবেকসম্পন্ন মানুষ হন, তাহলে আপনাদের জীবদ্দশায় দেখে যাওয়া ইতিহাসের এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদ না করে কিভাবে চুপ করে থাকবেন?

ধর্ম কখনোই মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় না, আর ঈশ্বরও মন্দির, মসজিদ কিংবা গির্জা পাহারা দেন না;- মন্দিরে টানা এক সপ্তাহ ধরে ধর্ষণের স্বীকার হয়ে এবং নির্মমভাবে জীবন দিয়ে তা প্রমাণ করে গেলো এই নিষ্পাপ শিশুটি। মৃত্যুর আগ মুহুর্তেও ধর্ষণ থেকে রক্ষা পায়নি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৮ বছরের এই মুসলিম শিশু আসিফা বানু। মাত্র ৮ বছরের আসিফাকে এক সপ্তাহ ধরে মন্দিরে আটকে রেখে ধর্ষণ করার পর পাথর ছুড়ে হত্যার আগে আবারও ধর্ষণ করা হয়েছিল।

গত জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামে আসিফাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে।
আর এই সীমাহীন বর্বোরোচিত ধর্ষণ আর হত্যার ঘটনায় নেতৃত্ব দেন স্বয়ং মন্দিরের তত্ত্বাবধায়ক ও দুই পুলিশ কর্মকর্তা।

ভারতসহ পুরো উপমহাদেশের বিবেকবান আর মানবতাবাদী মানুষেরা এই ঘটনার প্রতিবাদ আর বিক্ষোভে ফেটে পড়েছে। আসুন, আমরাও আরো একবার আওয়াজ তুলি। প্রতিবাদ করি। ইতিহাসের এই বর্বরোচিত ধর্ষণ আর হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করি।
শিশু আসিফাকে ধর্ষণ এবং হত্যার বিচার চাই।

You may also like...

Read previous post:
বিদেশে বাংলাদেশের রাজনীতি

আমরা বাঙালিরা ইয়োরোপ আমেরিকা এসেও দেশপ্রেমের নামে আওয়ামীলীগ, বিএনপি আর জামাতের রাজনীতি ছাড়তে পারিনা। যেমন মুসলমানেরা পারেনা হুরের লোভে জিহাদ...

Close