কী ক্যারিয়ারিস্ট ছিল মেয়েটা! বগুড়ার আজিজুল হক কলেজ থেকে অনার্স করে ঢাকার একটি কলেজ থেকে মাস্টার্স করল । তারপর একটি বহুজাতিক কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে যোগ দিলো সে। তাতেও সে সন্তুষ্ট হতে পারেনি, ঢাকার একটি কলেজে এলএলবিতে ভর্তি হয়ে পড়াশুনা করছিল সে। আবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও অংশ নিতে গিয়েছিল সে!! বোঝাই যায়, যে করেই হোক নিজেকে সুপ্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছিল সে! ঘরে ঘরে বেকার ছেলেরা বসে আছে, ক্যারিয়ারের জন্য এত পরিশ্রম করে না ছেলেরাও।
অথচ, এই ভীষন রকমের ক্যারিয়ারিস্ট মেয়েটার সব স্বপ্ন কেড়ে নিয়ে তাকে পরপারে পাঠিয়ে দিলো কয়েকটা অশিক্ষিত, বর্বর, মাথা মোটা বাসের হেলপার!!! একটা কলি ফুল হয়ে বিকশিত হওয়ার আগেই ঝরে পড়ল!!! এই মেয়েটার মধ্যে আমি নিজেকে দেখতে পাই। লেখাপড়া, চাকরি, দিনের বেলা বাসের টিকেট না পাওয়া, অনেক কারনেই রাতের বাসে অনেকবার একা যাওয়া-আসা করতে হয়েছে আমাকেও!! আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটতে পারত যে কোনো সময়ই!!