‘গুজব’ কে ছড়ায়?

কিছুদিন আগে প্রথম আলো-বিডিনিউজ সহ বড় বড় পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের আদলে নকল পেইজ ও সাইট দেখা যাচ্ছিলো , যেখানে সরকারের পক্ষে এবং বিরোধীদলের বিপক্ষে প্রোপাগান্ডা চালানো হচ্ছিলো ।

আজ ফেসবুকের সাইবার সিকিওরিটি পলিসির প্রধান নাথানিয়েল গ্লিচার এসোসিয়েটেড প্রেসের সাথে বিশেষ সাক্ষাতকারে জানিয়েছেন , ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে পরিচালিত ১৫ টি একাউন্ট বন্ধ করে দিয়েছে , যার মাঝে ৯ টি পেইজ স্বনামধন্য সংবাদপত্র ও ৬ টি একাউন্ট বিরোধীদলীয় নেতাদের একাউন্টের নকল । নাথানিয়েল গ্লিচার আরো বলেছেন , তারা তদন্ত করে দেখেছেন যে এই সকল পেইজ ও একাউন্ট সরকারী মদদে পরিচালিত হচ্ছিলো ।

এই সকল একাউন্ট থেকে ‘খালেদা জিয়ার দলের ভেতর অস্থিরতা’ মূলক – ভুয়া সংবাদ ছড়াচ্ছিলো বলেও জানা গেছে ।

গ্লিচার বলছেন ” বাংলাদেশে এই ভুয়া একাউন্ট/পেইজের সংখ্যাটা ছোট হতে পারে তবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ন , কেননা কোন ব্যক্তি বা সংগঠন অন্যদের বিভ্রান্ত করছে – এটা আমরা হতে দিতে পারিনা ” ।

__________________________________________________

এইবার খোদ ফেসবুকই ‘গুজব’ ছড়ানোর পিছনে কারা , তাদের ধরে ফেললো !

You may also like...

Read previous post:
দেশ জুড়ে ভুতুরে ভোটের রাজ্য , ফিরে দেখুন ভোটের কুকর্ম গুলো

দশবছরে খেয়ে খেয়ে ফুলেফেঁপে ওঠা আর অন্যায় সুবিধাভোগকারী সেই শ্রেনীটি চায়– তাদের এই ঘি-মাখন অব্যাহত থাকুক। আপনার নাগরিক অধিকার চুলোয়...

Close