ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

দুইপক্ষের সংঘর্ষের পর আজ মঙ্গলবার রাতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দায় চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।’
জানা যায়, ২০০৩ সালের ১৩ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ সদস্যের কমিটি হয়। এর মধ্যে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটির অন্য সদস্যরা ছাত্রলীগ ছেড়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ এক বছর। সেই হিসাবে প্রায় সাত বছর আগেই কমিটির মেয়াদ শেষ হয়েছে।

You may also like...

Read previous post:
আওয়ামীলীগ কি তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানী হয়ে গেল?

আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তুলেছিল। বঙ্গবন্ধুর দল হল আওয়ামীলীগ।...

Close