কোথায় পাওয়া যায় এই শেখ হাসিনা রচনাসমগ্র?

মাননীয় প্রধানমণ্ত্রী বেগম শেখ হাসিনার এবারের মহাপূন্যময় এবং ফুলপ্রসু ভারত সফরের পুরোটা সময় তার আশেপাশে ছিলেন আমাদের বিরশেষ পরতিনিধি বিসিষ্ট সাংগাতিক জয়রাম ভাদা। তিনি মাননীয় প্রধানমণ্ত্রীর বিশেষ মূহুতের কিছু দূলভ ছবি এবং খবর আমাদের জন্য অতিকস্টে নিয়ে এসেছেন। বেচেরা বাংলা টাইপ করতে না পারায় আমাকে খবর গুলা প্রকাশের অনুমতি দিয়েছে। যাই হোক অযথা প্যাচাল না পাইড়া আসল খবরে আসা যাক-

১।আমাদের সকলের প্রিয় ব্লগার ‘বিদ্রোহী রণক্লান্ত…।’ এর নাম উচ্চারিত করায় মাননীয় প্রধানমণ্ত্রীকে স্পেশাল ধন্যবাদ।B-)
সকালে রাষ্ট্রপতি ভবনে ‘ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার নেয়ার সময় একাধারে বঙ্গবন্ধু এবং ইন্দিরার স্মৃতিতে বিভোর হাসিনার কণ্ঠেও রবীন্দ্রনাথ এবং নজরুল।ইংরেজি বক্তৃতার শেষে আবেগদীপ্ত বললেন, ‘বিদ্রোহী রণক্লান্ত…।’:D:D

২। শেখ হাসিনা তার সম্প্রতি প্রকাশিত বই ‘শেখ হাসিনা রচনাসমগ্র’র দুই খন্ড উপহার দিলেন মমতাকে।
এটা মনে হয় ভারতে পরথম মুক্তি পাইছে, না হলে আমাদের জানার কথা। আর এটার লেখক টা কেডা? কেউ পড়ে থাকলে অনুভূতি শেয়ার করার নিদেশ করছি।

৩।বক্তৃতা দিতে গিয়ে ইংরেজি থেকে বারবার বাংলায় ফিরলেন হাসিনা।
আর শীর্ষ প্রতিনিধি স্তরের বৈঠকে মমতা বাংলায় বক্তৃতা করে শেষ করলেন ইংরেজিতে! সেই রেশ ধরে রেখেই মঙ্গলবার সন্ধ্যায় নিখাদ বাংলায় আড্ডা মারলেন দুই ‘পুরনো বন্ধু’।

৪। হেয়ার স্টাইল পরিবর্তনের কারনে ম্যাডাম রেহেনাকে চিনতে পারলেন না মমতা।:((:((:((
প্রধানমন্ত্রীর নৈশভোজে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে প্রথমে চিনতে পারেননি মমতা। রেহানার চুলের ‘স্টাইল’ বদলে গিয়েছে! পরে চিনতে পেরেই আলিঙ্গন করলেন। :D

৫। বাংলাদেশের ইলিশের স্বাদ পেয়ে মমতার ইলিশ দাবী।X(
হাসিনার পাঠানো ইলিশের তারিফ করে তৃণমূল নেত্রী জানান, খুব আনন্দ করে মাছ খেয়েছেন। তার কথায়, ‘বাংলাদেশের ইলিশ খুব ভালোবাসি আমরা। আরো ইলিশ এ দেশে আসুক, এই তো চাই!’

৬। দীপু আপু ম্যাডাম রেহেনাকেও শালের গরমে আচ্ছাদিত করলেন মমতাময়ী মমতা। ;)

৭। পারিবারিক ‘বন্ধু’ প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতে নেত্রী। :)
প্রণব মুখোপাধ্যায়ের গোটা পরিবার ফুল দিয়ে স্বাগত জানালো হাসিনাকে।পরিবেশন করা হলো বাড়িতে তৈরি মাছের আর কিমার চপ, সঙ্গে রসগোল্লা B:-)। দিল্লিতে আত্মগোপন করে থাকার সময় প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে নিবিড় বন্ধুতা ছিল হাসিনার। ডাকতেন ‘আপা’ বলে। আজ বহু বছর পর ‘আপা’র সঙ্গে আলাপচারিতায় ফিরে আসছিল অতীতের হাসি-কান্নার দিনগুলো।যোগ দিল প্রণব মুখোপাধ্যায়ের নাতিও।

যাক এ হলো সফরের মুটামুটি। এবার ছবি দেখাবো।



সংবাদ সূত্র-আনন্দবাজার পত্রিকা
ছবি- এপি

You may also like...

Read previous post:
অস্ত্রসহ আটক হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বাসে তল্লাশি চালিয়ে আজ রোববার বেলা ১১টায় র‌্যাব ছয়টি ধারালো অস্ত্রসহ এক ছাত্রলীগের কর্মীকে আটক...

Close