রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বাসে তল্লাশি চালিয়ে আজ রোববার বেলা ১১টায় র্যাব ছয়টি ধারালো অস্ত্রসহ এক ছাত্রলীগের কর্মীকে আটক করেছে। আটক হওয়া কর্মীর নাম আসাদুজ্জামান শেখ (২২)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী। তাঁর বাড়ি গোপালগঞ্জের মোখশেদপুর সদর থানায়।
র্যাব বাসে তল্লাশি চালিয়ে তিনটি রামদা, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করেছে। র্যাব জানায়, গোয়ালন্দ মোড়ে র্যাব নিয়মিত তল্লাশি চালানোর সময় আনন্দ ডিলাক্স বাস থেকে ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান দৌড়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় র্যাব তাঁকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসাদুজ্জামান স্বীকার করেন, তিনি বাসের বক্সে করে ঢাকায় অস্ত্র নিয়ে যাচ্ছেন। শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে যাচ্ছে। কমিটিতে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দলের বড়ভাইদের নির্দেশে তিনি অস্ত্র নিয়ে যাচ্ছিলেন বলে জানান।আসাদুজ্জামান এখন র্যাবর হেফাজতে রয়েছেন।
র্যাব বাসে তল্লাশি চালিয়ে তিনটি রামদা, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করেছে। র্যাব জানায়, গোয়ালন্দ মোড়ে র্যাব নিয়মিত তল্লাশি চালানোর সময় আনন্দ ডিলাক্স বাস থেকে ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান দৌড়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় র্যাব তাঁকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসাদুজ্জামান স্বীকার করেন, তিনি বাসের বক্সে করে ঢাকায় অস্ত্র নিয়ে যাচ্ছেন। শিগগিরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে যাচ্ছে। কমিটিতে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দলের বড়ভাইদের নির্দেশে তিনি অস্ত্র নিয়ে যাচ্ছিলেন বলে জানান।আসাদুজ্জামান এখন র্যাবর হেফাজতে রয়েছেন।