আওয়ামীলীগ কি ড. ইউনূসকে অভিনন্দন জানাবে?

বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনুস শুধু বাংলাদেশে নয় বিশ্বের তৃতীয় ব্যক্তি যিনি একই সাথে নোবেল পুরস্কার, মার্কিন প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল এবং মার্কিন যুক্তরাস্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল জয় করলেন। তাঁর এই অর্জন শুধূ দেশের নয় গোটা এশিয়ার মর্যাদাকে বিশ্ব দরবারে অনেক উঁচুতে নিয়ে গেছে নিঃসন্দেহে।
আমি ব্যক্তিগত ভাবে ড. মুহম্মদ ইউনূসের সকল কর্মকান্ডের সমর্থক নই। কিন্তু দেশের জন্য তিনি যা করেছেন সেজন্য তাঁকে সশ্রদ্ধ ছালাম জানাই। তাঁর মত একজন মহান ব্যক্তি আমার দেশের নাগরিক এটা ভাবতেই সুখ অনুভব করি। তাঁর এই অর্জনে গোটা জাতি আজ গর্বিত। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, তাঁর সভাসদবর্গ, শাসক দলের নেতাকর্মি তারা কি ড. ইউনূসের এই অর্জনে আনন্দ অনুভব করছেন? জবাবটা সম্ভবত না। কারন, এমন বড়ো একটা সম্মান অর্জন

You may also like...

Read previous post:
দেইল্লা রাজাকারকে জুতাপেটা!

১৯৯৯ সালে সাঈদী লন্ডনে বসবাসরত সিলেটী অভিবাসী সাধারণ নাগরিকদের কাছে জুতাপেটার মুখোমুখি হয়। ‘৯৯ সালের ১৫ জুলাই সাঈদী ওল্ডহামের কুইন...

Close