পূজার জন্য তোমার সৃষ্টি হয় নি
সৃষ্টি হয়েছ পূজনীয় হতে,
তিনিই স্রষ্টা তোমাতে যিনি
স্রষ্টারই নিষ্পত্তি তোমার সমাপ্তিতে।
কারো ইচ্ছায় তুমি আসো নি
এসেছ তুমি একান্ত ইচ্ছাতে,
গোলামির জন্য তোমার সৃষ্টি হয় নি
সৃষ্টি হয়েছ বাদশাহী করিতে।
কোনো ত্রুটি তোমাকে ছোয় নি
তুমিই ত্রুটিহীন স্রষ্টার সৃষ্টিতে,
তোমাতেই পূর্ণতা পেয়েছেন তিনি
সৃষ্টি হয়েছ স্রষ্টাকে প্রকাশ করিতে।
জগত তোমার কাছেই ঋনি
তোমার দেয়ার আছে অনেক কিছুই জগতে,
নিজেকে পেয়েছে সে তোমাকে চিনি
জগত তোমাকে চায় পূজা করিতে।
তোমার জবানে অমিয় বাণী
অসীম জ্ঞান তোমার ভিত্তি স্থাপত্তে,
তোমাকে পেয়েই সব হয়েছে ধনী
সৃষ্টি চায় সুধু তোমাকেই জানিতে।
তুমি অনন্য সৃষ্টির রৌশনী
সৃষ্টি জীবন্ত তোমারই অস্তিত্বে,
তুমিই সয়ং আপনে আপনি
সৃষ্টি বিরাজমান তোমারই সত্তাতে।