সরকার বিরোধিতা কি রাষ্ট্র বিরোধিতা?

নাগরিকগণ নিজেদের জীবন এবং কর্মযজ্ঞের সুষ্ঠ বন্টনের জন্যে নানা ব্যবস্থা চালু করে। সেসব ব্যবস্থার নানা নামও দেয়। কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলে। নানা ভাঙা-গড়ার মধ্য দিয়ে সেসব প্রতিষ্ঠান নাগরিক আশা আকাংখার পরিপূরক হয়ে ওঠে। প্রতিষ্ঠানগুলো যখন মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় কিংবা যে কাজ করার কথা সেটা না করে তখন নাগরিকদের ন্যায্য অধিকার হল সে অব্যবস্থার পরিবর্তন করা। ভুল কাজের সমালোচনা করা। সরকার সেরকম একটি প্রতিষ্ঠান। সরকারে যারা কাজ করেন তারা জনগণের কাছে জবাবদিহী করবেন এটাই নিয়ম। কিন্তু নানা ছলে ক্ষমতা নিরংকুশ করার কারণে জনগণ এখন দৌড়ের উপরে থাকে। সরকারের সমালোচনা করা জনগণের অধিকার যেটি সংবিধানেও উল্লেখ আছে। তার মানে সমালোচনা করলে সেটি অপরাধ হবে না।সরকার বিরোধিতা তাই কোনভাবেই রাষ্ট্র বিরোধিতা নয়। কিন্তু সরকার অধিকাংশ সময়েই নিজেদের অন্যায় ঢাকতে নাগরিকদের উপর আইনের নামে বেআইনী সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ভারতী সুপ্রিম কোর্ট ২০১৬ সনে এক মামলার রায়ে এরকমটাই বলেছেন।

You may also like...

Read previous post:
ছাত্রলীগের সন্ত্রাস এখন নিয়ন্ত্রণের বাইরে

ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের ওপর কোনোভাবেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাচ্ছে না। গোলাগুলি আর কোপাকুপির কারণে এ সংগঠনের নেতাকর্মীদের হাতে দেশের...

Close