আহারে দুঃখের দেশ…আহারে দুঃখের শরীর

গতরাতে Michael Glawogger এর নির্মিত Whores’ Glory প্রামাণ্যচিত্রটি দেখে সারারাত ঘুমাতে পারিনি। বিশ্বের কয়েকটি দেশের যৌনকর্মীদের জীবন জীবিকা নিয়ে ছবিটি নির্মিত।
প্রামান্যচিত্রটির বাঙলাদেশ অংশে দেখানো হয়েছে অামাদের দেশের বিভিন্ন জেলার দরিদ্র অার অশিক্ষিত যৌনকর্মীদের মানবেতর জীবন যাপন অার বেঁচে থাকার প্রতিদিনের সংগ্রাম, যারা শুধুই বেঁচে থাকার জন্য পতিতাবৃত্তিকে পেশা হিসেবে নিতে বাধ্য হয়েছে।

দেশের এই বিশাল জনগোষ্ঠীর দূঃখ দূর্দশা হয়ত অামরা অনেকেই নিজের চোখে দেখিনি। এত দূঃখের মধ্যেও সবচেয়ে বড় দূঃখ হচ্ছে- তাদের সবারই একটা সুন্দর অার সুখী ভবিষ্যতের স্বপ্ন অাছে, যে স্বপ্ন দেখিয়ে তাদেরকে কৌশলে এ পেশায় নিয়ে অাসা হয়।

অাচ্ছা, বাঙলাদেশে গ্রাম থেকে শহরে অাসা দরিদ্র অার অশিক্ষিত একটি কিশোরী পতিতাবৃত্তি করে কতটা সুন্দর অার সুখী জীবন গড়তে, পারে? -সেটাই ভাবছি, যা প্রামাণ্যচিত্রটিতে দেখানো হয়নি।

You may also like...

Read previous post:
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর গোপন আদালত ও ডিটেনশন সেন্টারগুলো কবে বন্ধ হবে ?

জাতিসংঘের ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পার্সনস ফ্রম এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স ২০০৬ অনুযায়ী, রাষ্ট্রীয় অনুমোদন, সাহায্য অথবা মৌন সম্মতিতে...

Close