ভোর আসিতে আর কত বাকি?

বিধি ভোর আসিতে আর কত বাকি?
বল সব রাতেরই ভোর হয় নাকি?

নাই যদি হয় আর রাতের শেষ,
আশ্রয় দেবে কি মোরে রাতের দেশ?

হায় রাত যে আমায় শুধুই মারে,
কিছুতেই বোঝাতে পারিনা তারে।

আমি যদি করি নিজ জীবনের বিচার,
সকল করুনা আমায় জানায় ধিক্বার।

জানি অবহেলা করেছি অসীম করুনা,
তাই মারিতে মোরে কভু করিনা মানা।

মোর সৌভাগ্যের সূর্য থমকে গেলে,
হারিয়ে যাব বুঝি অভিসপ্তের দলে।

কোনই ক্ষোভ নাই যে তাদের উপর,
যারা ঝরিয়েছে অগাধ অশ্রু মোর।

শুধু প্রতিটি মুহুর্তে করি একটি ফরিয়াদ,
ওগো মৃত্যু দিওনা মোরে না করে আজাদ।

যে আমায় করিয়াছে বিন্দুও সাহায্য,
পরিশোধ যেন করিতে পারি তাহার কর্জ।

ওয়াদা দিয়ে ছিলাম আমি যে মানুষটিকে,
অভিসাপ না আসুক ঐ মানুষের মুখে।

মোর জন্ম না হোক বৃথাই একদম,
মানুষের দোয়া পেতে কিছু দিও উত্তম।

মানুষ না করিয়া আমায় ডাকিয় না তাই,
পরিশেষে তুমি মোরে চরণে দিতে ঠাই।

You may also like...

Read previous post:
ছায়া

একটা কবিতা লিখছি, কিছু ভাঙ্গা শব্দ কুড়িয়ে, এক টুকরো কাগজে ছড়িয়ে দিয়ে আমি কবিতা লিখছি। মোমের আলো, আমার কলমের ছায়া,...

Close