ছায়া

একটা কবিতা লিখছি,
কিছু ভাঙ্গা শব্দ কুড়িয়ে,
এক টুকরো কাগজে ছড়িয়ে দিয়ে
আমি কবিতা লিখছি।

মোমের আলো,
আমার কলমের ছায়া,
নাবালক ঘুম,
টুকরো স্বপ্নের মায়া,
সব মিশে একাকার হয়. . . .
বেড়ে চলা রাত তবু
আমার শরীরে
শিশির হয়ে ঝরে না,
আমার টুকরো কাগজে
কেন তোর ছায়া পড়ে না. . . . ???

 

This is the Bengali Version of my previously posted poem “The Shadow”

You may also like...

Read previous post:
কক্সবাজার ভ্রুমন

আমার এস এস সি পরীক্ষার রেজাল্টের পর আমার কিছু বড় ভাইরা বলল যে কক্সবাজার ঘুরতে যাবে। তখন আমি বললাম আমিও...

Close