চিন্তিত আছি

যখন পুলিশ এর গুলিতে জামাত-শিবির কর্মী মৃত্যুর খবর পাই, কি এক অজানা কারনে আমার মনটা উৎফুল্ল হয়ে ওঠে। যদিও এই মৃত্যু আমি কামনা করিনা।
কে দোষী?
পুলিশ? নাকি কিছু স্বার্থান্বেষী রাজনীতিবিদ যারা কলেজ ইউনিভারসিটি এর ছাত্রদের ইসলাম এর নামে ব্রেইনওয়াস করে তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
প্রশ্ন রইল সবার কাছে। আমি এখন ভাবছি আমার কি করা উচিত।
১) আমিও কি আন্দোলন করব? ভয় পাচ্ছি আমার আন্দোলন কে কেউ না আবার নির্বাচনে জেতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে।
২) নাকি সব কিছু দেখেও না দেখার ভান করব?

You may also like...

Read previous post:
বাংলাদেশ-সংবিধান ও গণতন্ত্র

তাহলে ঘটনা দাঁড়াচ্ছে এই যে কেন্দ্রীভূত শক্তি/ক্ষমতা সামাজিক কোওপারেশন আনতে পারে না। বরং বিকেন্দ্রীভূত শক্তি নাগরিকদের উতসাহিত করে প্রতিষ্ঠানগুলোকে স্ক্রুটিনি...

Close