আমার প্রানের শহর,
ছাদ ছুঁয়ে ছুঁয়ে নেমে এসে জল
ধুয়ে দিয়ে গেল সব।
এক শহুরে বৃষ্টি মেঘ হয়ে এসে
ঢেকে দিল কোলাহল,
আজ শহুরে আকাশে ডানা মেলে ভাসে
ভবঘুরে মেঘদল।
আমিও ভেসেছি, আমিও ভাসবো
ভাসাবো তোকে জলে,
হাতের তালুতে বর্ষা সাজাবো
তোকে ভালোবাসি বলে।
আমার প্রানের শহর,
ছাদ ছুঁয়ে ছুঁয়ে নেমে এসে জল
ধুয়ে দিয়ে গেল সব।
এক শহুরে বৃষ্টি মেঘ হয়ে এসে
ঢেকে দিল কোলাহল,
আজ শহুরে আকাশে ডানা মেলে ভাসে
ভবঘুরে মেঘদল।
আমিও ভেসেছি, আমিও ভাসবো
ভাসাবো তোকে জলে,
হাতের তালুতে বর্ষা সাজাবো
তোকে ভালোবাসি বলে।
নেয়ামুল প্রায় দৌড়ে চলতে থাকে। তার মাথার ভিতর এখন কিলবিল করছে। মাথা থেকে পোকাগুলো ডেলিভারি না হওয়া পর্যন্ত চলবে বিরামহীন...