পরাজিত হয়েছে গনত্রন্ত

সহিংসতা ও অত্যন্ত ভীতিকর রাজনৈতিক ঘটনাবলি দিয়ে বছর শুরু হলেও ২০১৫ সালের শেষ প্রান্তে এসে রাজনীতি সুস্থ ধারায় না এলেও কিছুটা ভীতিমুক্ত হয়েছে । ২০১৪ সালের ৫ ই জানুয়ারির একতরফা প্রশ্নবিদ্ধ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান দুই রাজনৈতিক দল পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণা করেছিল । সরকারি দল ঐদিন কে “গনত্রন্তের বিজয় দিবস” পালন করলেও বিরোধীদল কালো দিবস হিসেবে পালন করছে । রাজনীতির এই খেলায় বিএনপি হেরে গেলও আওয়ামি লীগ যে জিতেছে তা বলা যাবে না । কারন ক্ষমতার লোভে তারা পাগলা কুত্তার মত কর্তিতবাদী হয়ে উঠেছে, তত বেশী তাকে নির্ভর করতে হচ্ছে র‍্যাব, পুলিশ ও দলীয় মাস্তানদের ওপর । আসলে পরাজিত হয়েছে “গনত্রন্ত”। একের পর এক মিথ্যা মামলায় বিরোধী দলের নেতাদের জেলে রেখে অমানবিক নির্যাতন করে বিরোধীদলকে এক কথায় পঙ্গু করে রেখেছে । কার্যকর বিরোধী দল না থাকলে রাজনীতি জমে না, গনত্রন্তও ভঙ্গুর হয়ে পড়ে । ২০১৫ সালের শেষ প্রান্তে এসে এমনটাই দেখা যাছে কারন প্রচারমাধ্যম, রাজপথ ও বিলবোর্ড দেখলে মনে হবে দেশে আওয়ামী লীগ ছাড়া বুঝি আর কোন দলই নেই ।

  • democracy-means-everyone

You may also like...

Read previous post:
দেশনায়ক তারেক রহমানের ১০ম কারাবন্দী দিবস

আজ ৭ মার্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, উৎপাদন, উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিক, দেশের ভবিষ্যৎ কান্ডারী দেশনায়ক তারেক রহমানের ১০ম কারাবন্দী...

Close