আকাশে নীল বন্দীর বিচরণ থেমে যায়ঃ

সময় এর খোঁজ থেমে গেছে, থেমে গেছে নীল আকাশে ডানা ঝপটানো পাখির ওরাউরি, সময় কে নিষ্ঠুরতার ছকে আটকে, আঁকতে চাই না কোন জীবনের ছবি। যে জীবন ছিল শুধু উরে ভেসে বেরানোর, ভালবাসার অর্থে শুধু বন্ধুত্তের ছন্দে। আজ সে সময়টা খুব দ্রুতই ফুঁড়িয়ে গেছে। নীল রঙ টা ও বদলাচ্ছে খুব দ্রুত। আকাসের সীমা পরিসীমা গণ্ডিতে পরিণত হইয়াছে। যে আকাশে গর্ব ছিল, সে আকাশে নীরবতা। যে আকাশে ভালবাসা ও আহব্বান ছিল, টা আজ সুধুই ফাঁকা। থেমে গেছে জীবনের কোলাহল। আমি এখনো বড় বেশী বেমানান এই সমাজের বাকে। আমি আজ শুধু নিজেস্য কারাগারের এক নীল বন্দি, যেখানে থেমে গেছে আকাশের রঙ ও বন্ধুত্তের কোলাহল. যেখানে শুধুই ডানা ভাঙ্গা পাখিতির পথচলা নিজেসস্য গণ্ডি রঙ ও ভালবাসা। আজ থেকে আকাশে আর বিচরণ থাকবেনা নীল পাখিটির, যে শুধুই নীল ছিল ভালবাসায়। আজ সে রঙ বিলিন হোল বাস্তবতায়। ভাসমান এক চরম সময় তোমাকে ধন্যবাদ। বারে বারে থেমে যায় এই ভাবেই নীল আকাশের অনেক পাখীর বিচরণ।

You may also like...

Read previous post:
ইতিহাস বিকৃতি করল আওয়ামীলীগ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। রেসকোর্স ময়দান। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পন করে বাংলাদেশের কাছে। মিত্রবাহিনী প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তান সেনাবাহিনীর পুর্বাঞ্চল প্রধান লে. জেনারেল এ.কে নিয়াজী আত্মসমর্পন দলিলে স্বাক্ষর...

Close