শৈশবে যাই ফিরে

সময়ের চাঁকা ঘুরে
স্মৃতিগুলো আসে উড়ে,
হাসায় কাদাঁয় বারে বারেে
আবার শৈশবে যাই ফিরে।

পিছু ডাকে আমাদের কথা
মাঝে মাঝে জাগায় ব্যথা!
কখনো হয়েছি একা
কখনো পেয়েছি সঙ্গীর দেখা।

ছিল সাজানো সংসার
আজ হয়েছে সব চুরমার,
মা-বাবা ভাইবোন আর
একসাথে সময় হয়েছে পার।

আজ তাই বারে বারে
সেই মাকে মনে পরে!
বাবা ছিলেন অতি আপন
ভাই বোন সুখের স্বপন।

আমি আজ একা তীরে
হাজারো স্মৃতির ভীড়ে
সন্ধ্যায় ফিরি নীড়ে
আবার শৈশবে যাই ফিরে।
মোঃ লুৎফর রহমান (কোনাপাড়া, ডেমরা, ঢাকা)

You may also like...

Read previous post:
পাহাড় ডাকিছে আমায়ঃ পর্ব ৩

রাত কটা বাজে জানিনা, ঘড়ি দেখতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে রাত মোটামুটি ভালোই গভীর। তক্ষকটা ডেকেই যাচ্ছে বিরতিহীনভাবে। কিছুক্ষন...

Close