কখনো বলতে পারিনি মা তোমাকে আমি অনেক ভালোবাসি।

কখনো বলতে পারিনি মা তোমাকে আমি অনেক ভালোবাসি।
এই কথাটি সত্যি আমি আমার মাকে বলতে পারি নাই। আজ কেন জানি খুব মার কথা মনে পরছে। আবার মনে করবেন না আমার মা মারা গেছে। আমার মা বেচে আছে এবং খুব ভালো আছে। শুধু আমার সাথে কথা হয় না দেখা হয় না। মার কথা মনে হয়েছে বলেই আজকের এই পোস্ট। লিখার মত কিছুই নাই। তারপরেও লিখছি মায়ের জন্য। আমি কিছু কাহিনী সংগ্রহ করেছি দেখুন তো কেমন লাগে। নিজের মাকে কি আরেকটু বেশী ভালবাসতে ইচ্ছা করে কি না। নাকি পুরোটাই আমার নস্টালজিক।
১. বাড়ি গিয়েছি! আমাকে দেখে আম্মুর প্রথম কথা, ‘কি, খাওয়া-দাওয়া করিস না? শুকিয়ে তো একদম কাঠ হয়ে গেছিস…’। অথচ, গতবার যখন বাড়ি এসেছিলাম, তার তুলনায় এবার আমার ওয়েট বেড়েছে ছ’কেজি! কি যন্ত্রণা…
২. একটা প্লেন উড়ছিল মেঘের মধ্যে দিয়ে হটাৎ
করে বজ্রপাতের আঘাতে প্লেনটা তার Balance
হারিয়ে ফেলল ।
প্লেনের সব যাত্রী ভয়ে চিৎকার করতে লাগলো।

কিন্তু একটা ছোট্ট মেয়ে তার পুতুল
নিয়ে নির্ভয়ে চুপচাপ খেলছিল । ঘণ্টা খানেক পর
প্লেনটা নিরাপদে অবতরন করলো কাছের
একটা এয়ারপোর্টে।

একটা লোক ছোট্ট মেয়েটাকে প্রশ্ন
করলো—“আমরা যখন সবাই ভয়ে চিৎকার
করছিলাম তখন তোমার কোন ভয় হচ্ছিল না ??”

মেয়েটা হাসল আর বলল—“আমার মা হলেন এই
প্লেনের পাইলট আর আমি জানতাম আমি নিরাপদেই
থাকব কারণ মা আমার সাথে আছেন। আমার মা তার মেয়েকে ঠিক ই রহ্মা করবে।

৩. ‎” যদি আমার ভালোবাসা ব্যর্থ হয় তাহলে আমি সেই মেয়ের জন্য “SUICIDE” করবো না, কারণ সেই মেয়েটি আরেক টা বয়ফ্রেন্ড খুজে পাবে, কিন্তু আমার মা কখোনই আরেক টা ছেলে পাবে না।”
HIT LIKE IF U LIKE IT AND SHARE THIS IF U UNDERSTAND THE MEANING OF THOSE WORDS.

৪. একজন মৃত্যুপথযাত্রী মহিলা হাসপাতালের বেডে শুয়ে ছিল। তার ছেলে, আত্মীয়-স্বজন সবাই তার পাশেই ছিল। কয়েক ঘণ্টার মধ্যে মহিলাটি মারা যান। সবাই শোকে কাতর। তার ছেলে সারাদিন কান্না করে নিজেই অসুস্থ হয়ে যায়!
… ছেলেটি পরেরদিন ঘরে এসে যখন মা এর আলমারি খুলল দেখল একটা চিঠি আর কিছু ওষুধ!!
চিঠি তে লিখা “ওষুধ গুলো খাস বাবা!! আমি জানি তুই কান্নাকাটি করলে তোর ঠাণ্ডা লেগে যায়!!”
মা এর ভালোবাসা আসলেই পরিমাপ করা যায় না, যে ভালোবাসার কোন তুলনা হয়না। পিতামাতার ঋণ কখনো শোধ করার নয়।

You may also like...

Read previous post:
সেনা অভ্যুত্থানের অন্তরালের কয়জন

সর্বশেষ দেশে শনাক্তকৃত ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। সেনা তদন্ত সংশ্লিষ্ট পক্ষ তাদের অধিকতর তদন্তে তথ্যগুলোকে...

Close