বাংলাদেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন ও বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট শাসক দলের নৈশ ভোটের সংসদ সদস্য মাশরাফি মোরতাজাকে নিয়ে ফেইসবুকে সমালোচনামমূলক কমেন্ট দেয়ার জন্য চট্রগ্রাম মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক হেমাটো অনকোলজি’র অধ্যাপক রেজাউল করিমকে শাস্তিমূলক বদলি করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে। প্রফেসর করিমকে ফেইসবুকে মাশরাফির সমালোচনা করার জন্য শো কজ নোটিশ দেয়া হয় বদলি করার আগে।
উল্লেখ্য, পেডিয়াট্রিক হেমাটো অনকোলজির মতো সুপার স্পেশ্যালিস্ট বিষয়ে চিকিৎসা দেয়ার মতো কোন অবকাঠামোই রাঙ্গামাটিতে নাই। এই ধরণের একজন সুপার স্পেশ্যালিস্ট ডাক্তারকে শুধুমাত্র মাশরাফি মোরতাজার মতো একজন ফ্যাসিস্ট পার্টির রাজনৈতিক আইকনের সন্মান রক্ষার নামে রাঙ্গামাটিতে শাস্তিমূলক বদলী করা একটি পলিটিক্যাল ক্রাইম।
এই সুপার স্পেশ্যালিস্ট চিকিৎসকের অবর্তমানে এখন চট্রগ্রাম মেডিক্যাল কলেজে অসংখ্য শিশুর নিরাময়যোগ্য রক্তের ক্যান্সারের উপযুক্ত চিকিৎসা হবেনা হয়তো।
মাশরাফি অনেক ডাক্তারের সাথে দুর্ব্যবহার করেছেন। সেজন্য অনেক ডাক্তার ফেইসবুকে মাশরাফির সমালোচনা করেন।
ইতিমধ্যেই বেশ কয়েকজন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার কে একইভাবে বদলি করা হয়েছে ফেইসবুকে মাশরাফি’র সমালোচনা করার অপরাধে। বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন ও ফ্যাসিবাদী দলের সংসদ সদস্য মাশরাফি শুধু একজন গণবিরোধী মানুষই নন, পরোক্ষ শিশু হন্তারকও বটে।




 
																								
