র‌্যাব প্রধান আইনজীবীদের আদালতে কোনও অভিযুক্ত জঙ্গীদের প্রতিনিধিত্ব না করার জন্য বলেছেন

র‌্যাব (RAB) প্রধান আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, জঙ্গীদের পক্ষে আদালতে যেন আইনজীবিরা না দাঁড়ায়। কয়েকদিন আগে এই র‌্যাব প্রধানই নিরাপদ খাদ্য আইনটি সংসদে ফেরত পাঠিয়ে তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যোগ করার দাবী জানিয়েছিলেন। শুধু তাই নয় তিনি আরো বলেছিলেন, বাংলাদেশে মৃত্যুদণ্ডের নীচে কোন আইন রিয়্যাক্ট (কাজ) করেনা।

এমন একজন সরকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তা মৃত্যুদণ্ডের জন্য এবং অভিযুক্তকে আইনি সহায়তা না দেয়ার জন্য ওকালতি করছেন, যিনি আইন, রাষ্ট্র, নাগরিক অধিকার এই সব বিষয় নিয়ে মৌলিক বুঝই রাখেন না। র‌্যাবকে যেহেতু বাংলাদেশে সকলেই ভয় পায় তাই এই র‌্যাব প্রধানের হাস্যকর কথাবার্তাগুলো নিয়ে বাংলাদেশে কোন সমালোচনাও হয় না।

এখানে তার বক্তব্যের সমস্যা কোথায়?

আইনি সহায়তা পাওয়া যে কোন নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার। এই বক্তব্য দিয়ে র‌্যাব প্রধান নাগরিকের সাংবিধানিক অধিকার বঞ্চিত করার আহ্বান জানিয়েছেন ও নিজেকে সংবিধানের উর্ধে স্থাপন করেছেন। এটা সীমাহীন ধৃষ্টতা।

একজন আইনজীবী অভিযুক্তের পক্ষে যেই আইনি সহায়তা দেয় তা তাকে নির্দোষ প্রমাণের জন্য করেনা, আইনি সহায়তা দেয় অভিযুক্তের লিগ্যাল রাইট বা আইনী অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেটা তার সাংবিধানিক অধিকার।

একজন অভিযুক্তকে আদালতে তোলা হয় কেন? তোলা হয় তার অপরাধ প্রমাণের বা অপ্রমাণের জন্য। আদালতে অপরাধ প্রমাণের আগে তো অভিযুক্তকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়।

র‌্যাব প্রধান যাকে জঙ্গী হিসেবে অভিযুক্ত করে আদালতে পাঠায় সে নির্দোষও হতে পারে। সারা পৃথিবীতে প্রতিদিন অসংখ্য অভিযুক্ত মানুষ নির্দোষ হিসেবে আদালত থেকে ছাড়া পায়। রেব প্রধান এতে সন্তুষ্ট নয়। ক্রস ফায়ারে মেরে ফেলে, বাইরে থেকে ছিটকানি আটকে দিয়ে আত্মসমর্পণ করতে বলে হতভাগ্যদের গুলি বিস্ফোরণে উড়িয়ে দেয়ার পরেও যারা ভাগ্যগুণে বেঁচে আদালতে পর্যন্ত পৌঁছাতে পারে তাদের সাংবিধানিক আইনি অধিকারটুকুও র‌্যাব প্রধান কেড়ে নিতে চায়।

You may also like...

Read previous post:
শীর্ষ ব্র্যান্ডের দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্ট পাওয়া প্রফেসরকে মামলার হুমকি দিয়েছে সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিক্যাল বিভাগের সাবেক প্রধান অধ্যাপক আ ব ম ফারুক বাংলাদেশের ৫টি কোম্পানির ১০টি পাস্তুরিত দুধের নমুনা তিনি...

Close