মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেনঃ চলমান গণতান্ত্রিক আন্দোলন সবার

দেশের সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দকে বলব আসুন, আমরা সবাই দেশের প্রয়োজনে এক সাথে কাজ করি। আবার ঐক্যবদ্ধ হই। দেশের মানুষের অধিকার আদায়ে এক সাথে কাজ করি। যে লড়াই চলছে এটি বিএনপির একার নয়, এটা দেশের মানুষের কথা বলার, স্বাধীনতার, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। তাই সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আমরা প্রত্যাশা করি জাতীয় নেতৃবৃন্দ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এক হয়ে কাজ করবেন। দেশের এই প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ হই।

অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. একিএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, এ মাস ত্যাগের মাস। মুত্তাকি হওয়ার সময়। কিন্তু আপনি কথা দিলেন মাঝে একটা নির্বাচন করব কিন্তু কথা রাখলেন না। তাহলে কী করে মুত্তাকি হবেন?

রাজনৈতিক নেতাদের উদ্দেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এমন কোনো ওয়াদা দিবেন না যেটা পালন করবেন না। এটা মুত্তাকির চরিত্র না। যদি মুত্তাকি হন তাহলে সব কিছু ঠিক রাখতে হবে।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, সবাই এখন শঙ্কায় আছে সামনে কী হবে? সরকারি দল যদি আবার ক্ষমতায় আসে। আবার সরকারি দলও চিন্তা করে বিএনপি এলে কী হবে? এটা কি দেশের রাজনীতির জন্য ভালো? কখনও ভালো না এটা দেশের জন্য।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এমন একটা দল দরকার যারা সবাইকে কন্ট্রোল করতে পারবে। সবার মাঝে সম্প্রীতি তৈরি করতে পারবে। দেশকে এগিয়ে নিতে কাজ করবে। কিন্তু দায়িত্ব নেবে কে? কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে।

You may also like...

Read previous post:
আওয়ামী লীগের খপ্পর থেকে দেশকে কে বাঁচাবে?

মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিব বামপন্থীদের হাত থেকে পুর্ব পাকিস্তান রক্ষার অঙ্গীকার করেছিলো যেন তার হাতে ক্ষমতা তুলে দিয়ে পশ্চিম পাকিস্তান...

Close