আপনি সৌদি আরবের মানুষদেরকে এখনো বুঝাতে পারবেন না যে,- পৃথিবী ঘুরে। কারণ, তাদের গ্রান্ড মুফতিরা ওয়াজ করে প্রমাণ করে দিয়েছে- পৃথিবী যদি ঘুরতো, তাহলে বিমান তার ল্যান্ডিং পয়েন্ট খুঁজে পেতো না। আরবের নারীদের সঙ্গে বোরখার বিরুদ্ধে কথাই বলা যায় না। কারণ, তাদের সংস্কৃতিতে বোরখাহীন নারীকে বলা হয় “উলঙ্গ”। উত্তর কোরিয়ানদেরকে বোঝানো অসম্ভব গণতন্ত্রের সুখ, কিউবানদেরকে মতপ্রকাশের স্বাধীনতা।
মুসলমানদেরকে ধর্মনিরপেক্ষা বুঝিয়ে যেমন সুবিধা করতে পারবেন না, তেমনি বিশ্বের অমানবিক অঞ্চলে বসবাস করা মানুষদেরকেও বুঝানোর চেষ্টা করা বৃথা যে- “মানবতা” কি জিনিস। কারণ, তাদের নেতারা তাদেরকে বুঝিয়ে দিয়েছে,- যে অপরাধী মানবতা লঙ্ঘন করেছে, তার সাথে আবার কিসের মানবতা?
গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মতপ্রকাশের স্বাধীনতা আর মানবতা,- এসব একটা জাতি শিক্ষা আর সভ্যতার মাধ্যমে অর্জন করে। আর এসব রাতারাতি অর্জন করার বিষয়ও নয়, এসব শত শত কিংবা হাজার বছরের অর্জন।