‘নবি মুহাম্মদের ২৩ বছর’ গ্রন্থের একজন অনুবাদক, মুক্তমনা লেখক ও ব্লগার আমাদের সবার প্রিয় আবুল কাশেম, যার লেখা পড়ে বাংলাদেশের অসংখ্য তরুণ অন্ধকার আর কুসংস্কার থেকে আলোকিত হয়েছে, এখনও প্রতিনিয়ত হচ্ছে, সেই লেখক আবুল কাশেম অসুস্থ হয়ে এখন হাসপাতালে।
সপ্তাহখানেক আগে লেখক আবুল কাশেম একটি স্ট্রোকের স্বীকার হন এবং তাঁর বাম চোখটি আক্রান্ত হয়। তবে আশার কথা এই যে, তিনি উন্নত চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসা সম্পর্কিত বিষয়ে দুঃশ্চিন্তা করার কিছু নেই। দুঃশ্চিন্তার বিষয় এতটুকুই- নিজের নিরাপত্তাজনিত কারণে আর অভিমানী এই মানুষটি দীর্ঘদিন ধরেই নিজেকে একা করে রেখেছেন। তাই আমরা যারা তাঁর শুভাকাংখীরা এবং মানসিকভাবে কাছের মানুষেরা আছি, তারা ইচ্ছা করলেই কাছে থেকে তাঁর খোঁজখবর নেওয়া বা ছুটে গিয়ে দেখা করতে পারি না। ওনার হাত ধরে বলতে পারি না- আপনার কিছুই হয়নি কাশেম ভাই, দুদিনেই সুস্থ হয়ে যাবেন।
অভিজিৎ রায়, অনন্ত বিজয় আর বাংলাদেশের আরো কিছু লেখক ব্লগাররা খুন হবার পর লেখক আবুল কাশেম মানসিকভাবে খুব মুশরে পড়েছিলেন। সেই সঙ্গে লেখালেখিও কমিয়ে দেন তিনি। আর এখন শারীরিক অবস্থার কারণে নিয়মিত ইন্টারনেটও ব্যবহার করছেন না। তাই আমিও প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পারি না। তবে আপনারা যারা ওনার কাছে অবস্থান করছেন, অথবা তাঁর সঙ্গে যোগাযোগ আছে, আপনাদেরকে অনুরোধ করছি, এই অভিমানী মানুষটির খবর নিন, মানসিকভাবে তাঁর পাশে থাকুন, তাকে সাহস দিন।
আমি এবং স্নিগ্ধা লেখক আবুল কাশেমের জন্য সকল শুভকামনা এবং তাঁর দ্রুত সুস্থতা প্রত্যাশা করছি। ওনার শারীরিক অবস্থার সম্পর্কে পরবর্তী খবর পেলে আপনাদেরকে জানাবো।