Torrent কি ?
সহজ কথায় টরেন্ট হচ্ছে Peer to Peer Network যা অন্যের কম্পিউটার থেকে আপনার ফাইল ডাউনলোড করে ! যার কম্পিউটার থেকে ফাইল ডাউনলোড করে সে হয়তো অন্য কারো কম্পিউটার হতে ঐ ফাইল ডাউনলোড করছে ! নিচের ছবিটা দেখেন বুঝে যাবেন :
Torrent এ কি কি পাবেন ?
টরেন্ট এ পাওয়া যায়না এমন ফাইল খুব কম আছে :-p
- মুভি / ড্রামা / সিরিয়াল
- টিউটোরিয়াল / কোর্স ভিডি
- গেমস (মোবাইল / পিসি)
- মিউজিক ভিডিও
- সফটওয়্যার (পেইড / ফ্রি)
- বই
- সিডি এর কপি
- আরো অনেক কিছু !
কিভাবে ডাউনলোড করবেন ?
প্রথমে এই সফটওয়্যার টি ডাউনলোড করেন :
μTorrent : 1.99 MB !
তারপর ইন্সটল দিন ! দেয়ার পর আমাদের কাজ হচ্ছে টরেন্ট ফাইল খুজে বের করা নিচে কিছু টরেন্ট সাইটের নাম দিলাম ওখানে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফাইল সার্চ করে খুজে বের করতে হবে !
- KICKASSTORRENTS
- THE PIRATE BAY
- EXTRATORRENT
- TORRENTZ
- RARBG
- 1337X
- EZTV.AG
- TORRENTHOUND
- YTS.AG
- TORRENTDOWNLOADS
এখন আমরা Photoshop CC 2015 খুজে বের করবো !
টরেন্ট সাইটে ঢুকে Photoshop CC 2015 লিখে সার্চ করলে অনেক ফাইল আসবে !
এখান থেকে পছন্দের ফাইলে ক্লিক করতে হবে।
তারপর ” Download this torrent ” এ ক্লিক করতে হবে !
তারপর একটা টরেন্ট ফাইল ডাউনলোড হবে ! এখন আমাদের ইন্সটল করা UTorrnet অ্যাপটি ওপেন করে File থেকে Add torrent অথবা Ctrl+O চাপতে হবে ! তারপর যে বক্স আসবে সেখানে আমাদের ডাউনলোড করা টরেন্ট ফাইলটি সিলেক্ট করে দিতে হবে ! তারপর নিচের ছবির মত আসবে !
এর পর কোথায় সেভ করবেন আর কি কি ডাউনলোড করবেন সেটা টিক দিয়ে OK দিন ব্যাস আমাদের কাজ শেষ !
ডাউনলোড শুরু হলে স্পীড দেখাবে