সময়, ভালবাসা ও বন্ধু

 

সময় কে বলেছিলাম থেমে যেতে, পথের মাঝে তোমার সাথে কথা হবে, হলনা।

বন্ধু কে বলেছিলাম হাতে হাত রেখে, পায়ে পায়ে চলতে, হলনা – ওড়া যেতে চায় এগিয়ে। হলনা হাটা।

ভালবাসা কে বললাম তুমি তো আমার, আমাকে জড়িয়ে নাও সুখে দুখে । ভালবাসা তো অন্ধ। সময় খেলা করে পথে পথে, বন্ধুর চেহারায় উপহাস এর হাসি , সময় এ ভালবাসা ও দৌড়ে পালায়। হৃদয় এর দাবি আমি রাখি কোথায়?

সময় বড্ড বেশী নির্মম আমি পথে চলতে পারিনি আমি চতুর হতে পারিনি।

আমি সময় বন্ধু ও ভালবাসা কে হৃদয় চিড়ে দেখাতে পারিনি আমার ও কান্না আছে। তবুও সময়টা বড়  বেশি এক রোখা। ভালবাসার কোন কমতি ছিলনা। ছিল যতটুকু জড়তা তোমাদের বোলতে ।

সময় কে বলি তুমি এগিয়ে যাও আমি নির্মম  হতে পারবোনা । বন্ধু তুমি আমাকে পাবেনা আমি তোমাদের ছিলাম না।

ভালবাসা আমি আর কাঁদবো না ,  নিজের জন্ত্রনা আমি ভিতরে রাখব । আমি আমার মতই চলবো  । ভালবাসা কে আমি আমার নিজের মতো সাজাই, গড়ি ,  ভালবাসি ভালবাসা কে। ভালবাসা তুমি ঠোকনাই একবিন্দু। মন কে বুঝায়েছি ভালবাসা আমাকে বোঝেনি।

পৃথিবীতে সব মানুষ এর বোঝা বুঝি কি শেষ হয়। একেকটি মানুষ তো সতন্ত্র। তাই সময়, বন্ধু ও ভালবাসা কাউরে আমি বুঝিনি । সমস্যা গুলো আমার। সময় আমাকে ভালবাসতে শিখিয়েছে সময়ের কাঠিন্যে । তাই বন্ধুত্তের হাত ও আমি ই ছাড়লাম । আর ভালবাসা তুমি রবে নীরবে ।

You may also like...

Read previous post:
ছাত্রলীগের সন্ত্রাসের শেষ নেই

সংঘর্ষ এড়ানোর লক্ষ্যে ছাত্রলীগ লুকোচুরির মধ্য দিয়ে চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রবাজ, বোমাবাজ, বিবাহিত, ব্যবসায়ী, বয়স চুরিতে অভিযুক্ত, ও সন্ত্রাসীদের ২৪ জুলাই...

Close