ইসলাম না ইসলামিজম?

নাস্তিক সম্প্রদায়ের মধ্যে ইসলাম বিদ্বেষের চেয়ে মুসলিম বিদ্বেষের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমি যখন বলি “নাস্তিক সম্প্রদায়” আমি বুঝাই যারা নিজেকে নাস্তিক দাবী করে তাদেরও। এদের মধ্যে অনেকেই নিজস্ব এজেন্ডা থেকে নাস্তিকতা করতে পারে। এদের মধ্যে অনেকেই হিন্দুত্ববাদী আছে। ওদের এজেন্ডা আলাদা।

তবে, আমার টার্গেট হচ্ছে সেসব নাস্তিক যারা তারা। তাদের মধ্যে একটা শ্রেণী তাদের ইসলাম বিদ্বেষ মুসলিমদের উপর প্রতিফলিত হয়। মানুষের প্রতি ঘৃণা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না।

ইসলামের প্রতি ঘৃণা যৌক্তিক। একটা বর্ণবাদী, নারীবিদ্বেষী, আধিপত্যবাদী ধারণাকে ঘৃণা করা শুধু উচিতই না, দায়িত্বও বটে।

সমস্যা মূলত ইসলামও না। সারা দেশে এমন কোটি কোটি লোক আছে যারা ইসলাম ধর্ম পালন করে, কিন্তু এই বিদ্বেষ তাদের মধ্যে নাই। এরা আমাদের আশেপাশেই থাকে। আমাদের বাবা-মা, চাচা-মামারাই এমন। তো মূল সমস্যাটা কী? ইসলাম? না।

মূল সমস্যা হচ্ছে ইসলামকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করা। ইসলাম-বাদ বা ইসলামিজম হচ্ছে আসল সমস্যা।।

ইসলামিজম হচ্ছে রাজনীতির ইসলামিকরণ। ইসলামকে নৈতিক, সামাজিক মানদণ্ড হিসাবে ব্যবহার করা। এই ব্যাপারটা নাগরিক ও জাতীয় জীবনে ইসলামের প্রভাবকে বাড়ায় এবং ইসলামি আইনকে অব্যর্থ জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে বাধ্য করে। আধুনিক, প্লুরালিস্ট সমাজের সাথে ইসলামিজম সামঞ্জস্যপূর্ণ না। ইসলামের মৌলিক বিষয়গুলো অন্য ধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ, নারীদের প্রতি বিদ্বেষমূলক, এবং অন্যদের উপর নিজেদের আদর্শকে চাপিয়ে দেয়ার নামান্তর।

বাংলাদেশে ইসলামিজম এখন পর্যন্ত প্রচলিত রাজনৈতিক পন্থা নয়। আমাদের কাছের উদাহরণ হচ্ছে পাকিস্তান বা তালেবানি আফগানিস্তান। এ দুইটা দেশেই ইসলাম রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। এ দুইটা দেশেই আপনি দেখবেন ধর্মকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদের চরম সামাজিক নিপীড়ন, নারীদের প্রতি বৈষম্য, সমকামিদের প্রতি সহিংসতা, নাস্তিকদের প্রতি খুনী মনোভাব।

আবার যদি আপনি তাকান মধ্যপ্রাচ্যের একটু সভ্য দেশের দিকে, সেখানে আপনি এসব খুঁজে পাবেন কম। আমাদের নাস্তিকরা এই পার্থক্য দেখেন না। তাদের মতে ইসলাম একটা রঙ। কিন্তু ইসলাম ইউনিফর্ম কোনো বিষয় না, যদিও ইসলাম ইউনিফর্মিটি চায়।

আমাদের দেশে এখনো ইসলামিজম শেকড় গাড়তে পারে নি। এর কারণ রাজনৈতিক স্থবিরতা, অর্থনৈতিক সম্বৃদ্ধি, এবং সামাজিক উন্নয়ন। আপনি আওয়ামীলীগের সমর্থক বা আওয়ামীলীগের সমালোচক হন, আপনি এই সত্যকে অস্বীকার করতে পারবেন না। আওয়ামীলীগ আবার এই বিভেদকে নিজেদের প্রয়োজনে জিইয়ে রাখছে, কারণ এতে তাদের পলিটিকাল মাইলেজ বাড়বে।

আপনি ইসলাম আর ইসলামিজমের পার্থক্য না বুঝলে বা না বুঝতে চাইলে নাস্তিক হিসাবে আপনি নিজেকে পরিচয় দিলেও আপনি প্রকৃতপক্ষে মুক্তমনা কখনোই হতে পারবেন না।

 

 

You may also like...

Read previous post:
আওয়ামীলীগের আদর্শ কী?

প্রত্যেকটি রাজনৈতিক দলের কিছু মৌলিক আদর্শিক খুঁটি থাকে। সে আদর্শিক খুঁটির ভিত্তিতে পলিটিকাল স্পেকটার্মে বিভিন্ন দলের স্থান হয়। যারা রক্ষনশীল...

Close