মানবাধিকার কর্মী আদিলুরকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া|

বাংলাদেশের শীর্ষস্হানীয় মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছানোর পর তাকে সেখানে আটকে রাখে দেশটির অভিবাসন পুলিশ। এরপর আজ রাতে ওই উড়োজাহাজ সংস্থার ফিরতি ফ্লাইটে তাঁকে ঢাকায় ফেরত পাঠানো হয়।

অধিকার-এর পরিচালক নাসিরউদ্দিন এলান রাতে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন- ‘মৃত্যুদণ্ড রহিত করার বিষয়ে অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এপিডিএন) আয়োজিত দুইদিনের এক সেমিনারে যোগ দিতে বৃহস্পতিবার মালয়েশিয়ায় পৌঁছান আদিলুর রহমান খান। কাল শুক্রবার থেকে ওই সেমিনার শুরুর কথা।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর আদিলুর রহমান খানকে আটক করা হয়। স্থানীয় মানবাধিকার সংগঠন সুয়ারা রায়কাত মালয়েশিয়া (সুয়ারাম) এক বিবৃতিতে জানায়, তাঁকে আটকের পর বিমানবন্দরে অভিবাসন পুলিশের হাজতে রাখা হয়। সংগঠনটি অবিলম্বে তাঁকে ছেড়ে দেওয়ার দাবি জানায়।
এ ছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) আদিলুর রহমানকে মালয়েশিয়ার বিমানবন্দরে আটকের কর্তৃপক্ষ বিদেশের গণতন্ত্রকামী কর্মীদের প্রায়ই কোনো ব্যাখ্যা ছাড়াই সে দেশে ঢুকতে বিপ্লবের অন্যতম সংগঠক ও ছাত্রনেতা জশুয়া উংকে বাঁধা দিয়েছিল মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। হংকংয়ের নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তাবিত পরিবর্তনের প্রতিবাদে ২০১৪ সালে দেশটিতে গণতন্ত্রকামীরা পথে নেমেছিল।

অধিকার-এর পরিচালক নাসির উদ্দিন এলান বলেন, কী কারণে আদিলুরকে আটকে রাখা হয় এবং ফেরত পাঠানো হয়, সেটা জানা যায়নি। তবে মালয়েশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে। হয়তো সে কারণেও তাকে সেদেশে ঢুকতে বাধা দেওয়া হতে পারে।

 

You may also like...

Read previous post:
খালেদা জিয়ার জামিন বাতিল চায় দুদক।

This is the excerpt for a featured content post.

Close