শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় গণতান্ত্রিক আন্দোলনের কোনও জায়গা নেই

কয়েকদিন আগে বিবিসির সাথে সাক্ষাতকারে নৈশ ভোটের সরকার প্রধান শেখ হাসিনা গত প্রহসনের নির্বাচনের বিষয়ে সাফাই দিতে গিয়ে বলেছেন, “মানুষ যদি সত্যিই ভোট দিতে না পারতো, তাহলে তাদের ডাকে সাড়া দিয়ে মানুষ আন্দোলনে নামত এবং আমরা ক্ষমতায় থাকতে পারতাম না।”

ঠিক একই ধরণের যুক্তি আওয়ামী লীগ নেতারা দেশের অভ্যন্তরে ব্যবহার করেন। কোন জনগণের দাবী রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন বা ব্যক্তি উত্থাপন করলে তারা মোটামুটিভাবে তিন ধরণের উত্তর দেয়। রাজনৈতিক দলগুলো দাবী তুললে তারা বলে, আন্দোলন করুন। সামাজিক সংগঠনগুলো দাবী তুললে বলে এদের মধ্যে জামাত শিবির ঢুকে নাশকতা চালানোর চেষ্টা করছে তাই এদের শক্ত হাতে দমন করতে হবে, আর কোন ব্যক্তি কোন দাবী তুললে বলা হয় এরা অনির্বাচিত সরকার ক্ষমতায় এলে খুশী হন তাই নির্বাচিত সরকারের বিরুদ্ধে কুৎসা রটায়।অথচ আমরা সবাই জানি, হাসিনার সরকার এই টার্মে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা ধরে আছে আর আগের টার্মের আগে আদৌ কোন নির্বাচনই হয়নি।

আমি আমার গত লেখায় দেখিয়েছি সরকার কীভাবে পুলিশি রাষ্ট্র কায়েম করে ভয় দেখিয়ে নজিরবিহীন নিপীড়ন নির্যাতন করে সকল লড়াই সংগ্রামের পথ রুদ্ধ করেছে।

এছাড়াও শেখ হাসিনার আর্গুমেন্টে মারাত্মক সমস্যা আছে। তার যুক্তির সূত্র ধরেই বলা যায়, বাকশাল ব্যবস্থা যদি এতোই ভালো হতো তাহলে হাসিনা তার পিতার প্রবর্তিত বাকশাল ব্যবস্থা কেন আবার চালু করছে না। এতেই তো পরিষ্কার হয়ে যায় বাকশাল ব্যবস্থা এতোই ঘৃনিত ছিলো যে তা আবার প্রবর্তন করার কথা হাসিনা চিন্তাও করেনা।

আন্দোলন করতে চাইলেই করা যায়না। পৃথিবীতে কোন ফ্যাসিস্ট শাসক তার বিরুদ্ধে কোন আন্দোলন করতে দেয়নি। সে ভয় দেখিয়ে দমন পীড়ন চালিয়ে সকল গনতান্ত্রিক স্পেইস নষ্ট করে দেয়।

১৯৭৫ এর পনোরোই আগষ্টে শেখ মুজিবকে যখন পরিবারসহ হত্যা করা হল তখন জনগন বা আওয়ামী লীগের নেতা কর্মীরা আন্দোলন করেনি। এর অর্থ কী এই যে জনগণ বা আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডকে সমর্থন করেছিলো? না, তারা ওই হত্যাকাণ্ড সমর্থন করেনি। আসলে তারা আন্দোলন করতে চাইলেও আন্দোলন করতে পারেনি কারণ আন্দোলন করার মতো গণতান্ত্রিক স্পেইস তখন দেশে ছিলো না। আর, আন্দোলন না হওয়ার জন্য তারা খন্দকার মুশতাককে ক্ষমতা থেকে তখন উত্‍খাতও করতে পারেনি।

You may also like...

Read previous post:
বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য মিথ্যায় ভরপুর

কয়েকদিন আগে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাতকারে নৈশ ভোটের সরকার প্রধান শেখ হাসিনা প্রত্যেক ছত্রে ছত্রে মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন,...

Close