বুলেটপ্র“ফ জ্যাকেট পরা এই দুই ব্যক্তি পুলিশ সদস্য নয়। পুলিশের ওসির বক্তব্য অনুযায়ী তারা বোয়ালিয়া থানায় চা-পানি আনার কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, থানার ওসি সোবহানের নির্দেশে আকাশ, শাকিল ও রাসেল মাঝেমধ্যেই পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়। তারাই হুংকার দিয়ে সংঘর্ষকারীদের হটিয়ে দেয়, যেমনটি করে পুলিশের লোকেরা।
বোয়ালিয়া মডেল থানার একজন উপ-পরিদর্শক (এসআই) বলেন, চা-পানি আনা নেয়ার কাজে এদের ব্যবহার করা হয়। ওসি সাহেবের প্রশ্রয়ে এরা এখন মাথায় উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এ কর্মকর্তা আরও জানান, কিছুদিন আগেও পূর্বশত্র“তার জের ধরে থানার ভেতরেই ওসির সামনে প্রকাশ্যে এক ব্যক্তিকে বেধড়ক পেটায় আকাশ ও রাসেল। এদের কার্যকলাপ ও দৌরাত্ম্যে অনেক সময়ই থানায় আসা লোকজনের ভোগান্তি হয়।
বাহ! বাহ!!
আর কত কি দেখাবে আওয়ামী পুলিশ?
এরকম ঘটনা ঘটছে দেশের প্রতিটি অঞ্চলে। আর তাই তো পুলিশের সাথে অংশ নিয়ে অপরিচিতদেরকে জনগণের উপর বৃষ্টির মত গুলি ছুড়তে দেখা যায়।