বাকশালি সরকারের কীর্তি

আজ হঠাৎ পত্রিকার পাতা খুলে ‘দুয়ারে আইসাছে পালকি, নাইওরি গাও তোলো’ শিরোনামে লেখা পড়ে আরো অনেক কিছুর চিত্র পেলাম। বিষয়টা সেখানে নয়, পড়া শেষ করে পত্রিকা(অনলাইন) ক্লোজ করতে ভুলে গেছি। খানিক পরে মনে পড়াতে আবারও চোখ বুলিয়ে দেখি খালেদা জিয়ার চিকিৎসকদের আহাজারি।

না, এবিষয়টিও আমাকে ভাবায়নি। আমি জানি খালেদা জিয়ার উপর আরো অত্যাচার করবে এই স্বৈরাচার সরকার। আমাকে ভাবিয়েছে তখন, যখন দেখেছি ১১ মাসের গুলিবিদ্ধ শিশু বেলালের বাবা বলছেন তিনি বিচার চান, জানতে চান কোন অপরাধে তার ১১ মাসের বেলাল হাতে, পায়ে এবং মাথায় গুলিবিদ্ধ? কি অপরাধ করেছে তার বৃদ্ধা “মা”।

ভাবিয়েছে এজন্য যে তিনি ভুলে গেছেন, তিনি কোথায় বসবাস করছেন, তিনি ভুলে গেছেন এদেশে জরায়ুর শিশু গুলিবিদ্ধ হয়, তিনি ভুলে গেছেন ৮ বছরের শিশু শাহাদাত একজন সংসদ সদস্যের জন হুমকি হলে পরে সংসদ সদস্য জীবন বাঁচানোর জন্য গুলি করে শিশুকে। তিনি ভুলে গেছেন তনু, খাদিজা, বিশ্বজিৎদের কথা।

You may also like...

Read previous post:
আগামী দিনের বাঙলাদেশ

লন্ডনে ’হরে কৃষ্ণ হরে রাম’ শ্লোগানদাতাদের একটা মনস্তত্ত্ব আছে, খুব নিচু জাতের, যা অসত রাজনীতির সঙ্গে মানানসই। লক্ষ করু্ন, বতমান...

Close