ইচ্ছেটার মৃত্যু হয়

ইচ্ছেহয় আকাশটাকে ছুয়ে দেখি
ছুটেচলা মেঘমালাগুলোকে –
আমার অনেক চেনা মনে হয়।

কোন এক বৈশাখী মেলায়
দুর থেকে আমি দেখি তাকে!
হাসিটা আজো ভুলিনি।
ইচ্ছে হয় কাছে গিয়ে দাড়াই,
ভাবখানা এমন যে-
সে আমাকে চিনেইনা।

মনের না বলা কথাগুলো
মনের ভিতরেই ধুকরে মরে,
হয়তো হবেনা দেখা কোনদিন।

বৈশাখের ঝড়ো বাতাসের মতো
সব ভেঙ্গেচুড়ে কোথায় হারিয়ে গেলা !
আর
ইচ্ছেটার মৃত্যু হয় প্রতিক্ষায়।

You may also like...

Read previous post:
শৈশবে যাই ফিরে

সময়ের চাঁকা ঘুরে স্মৃতিগুলো আসে উড়ে, হাসায় কাদাঁয় বারে বারেে আবার শৈশবে যাই ফিরে। পিছু ডাকে আমাদের কথা মাঝে মাঝে...

Close