মাহমুদুর রহমানের উপর এই অত্যাচার কেন?

ভদ্রলোক একটি পত্রিকার সম্পাদক ছিলেন। ভদ্রলোকটির পরিচয় উনি বিএনপি করেন। ভদ্রলোক যা করেছিলেন তা হলো জামায়াত নেতাদের ফাঁসীর জন্য গঠিত মঞ্চ শাহবাগকে একাই ধ্বসিয়ে দিয়েছিলেন। জী, একাই। শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শিরোনামে ধর্মবিদ্বেষী নাস্তিক থাবা বাবার আসল কাহিনী প্রচার করেছিলেন উনার পত্রিকায়। সেই থেকে মার খেয়ে যায় যায় শাহবাগ। মুখ থুবড়ে পড়ে। সাধারণ জনগণ বুঝতে শুরু করে শাহবাগী কারা এবং এদের হিডেন এজেন্ডা কি। বিএনপি করা এই মাহমুদুর রহমান যদি সেইদিন সাহস করে এগিয়ে না আসতেন তবে আজ যারা শাহবাগীদের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধেও খড়্গহস্ত তাদের অস্তিত্ব থাকতো কতটুকু তা প্রশ্ন জাগে। এই একমাত্র কারণেই জামায়াতের উচিত বিএনপির প্রতি কৃতজ্ঞ থাকা। আমরা যে একেবারে বিবেকহীন জাতি নয়।আল্লাহ যে এই জাতির মধ্যে কিছু পূর্ন বিবেকবান মানুষ পাঠিয়ে জাতির ইজ্জত রক্ষা করেছেন সেটা মাহমুদুর রহমান দের দেখলেই বোঝা যায়! সত্যি বড় দূর্ভাগা এই জাতি যারা এর মর্মার্থ বুঝলো না!

অত্যাচারিত হতে হতে উনি কি জীবন্মৃত নন? রিমান্ডের পর রিমান্ডে নেয়া হয়েছে উনাকে। আপনারা কি জানেন রিমান্ডে যারা যায় তারা একসময় মৃত্যু কামনা করে নির্যাতন সহ্য করতে না পেরে। শহীদ আসলে কয় প্রকার? খুব জানতে ইচ্ছে করে। জীবিত রাজনীতিবিদদের কারো জন্য যদি আমার আবেগ জাগ্রত হয় তাদের মধ্যে তিনি একজন । ওনার সাহসী কথাগুলো যা টেলিভিশনে দেখতাম এবং শুনতাম তা অনেক অনেক বার চোখের সামনে ভেসে ওঠে । জুলুম কাকে বলে এটা মনে হয় ওনার চাইতে বেশি কেউ সহ্য করেনি ।

মাহমুদুর রহমানের এই পরিণতির জন্য বিএনপির কিছু স্বার্থন্বেসী নেতার অনেক বড় ইন্ধন আছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, আমার দেশ পত্রিকার প্রথম সারির কয়েক জনের সাথে আমার ভাল সম্পর্ক ছিল। তিনি একাধারে ছিলেন একজন প্রকৌশলী এবং সংবাদকর্মী। বাংলাদেশের রাজনীতিতে উনার যে ভূমিকা আর বি এন পি’র সময়কালীন উনার যে পারফরমেন্স ছিলো তা সত্যই অনস্বীকার্য। মাহমুদুর রহমান আমাদের বীর, ওনি আমাদের প্রেরণা এইখানে কোন দ্বিমত নাই।  ৫’ই মে হেফাজত আন্দোলনে যদি জামায়াত শিবির বিএনপির হাইকমান্ডের নুন্যতম সহযোগিতা পেত। তাইলে আজকের বাংলাদেশের এই অবস্থা হয়তো দেখতে হতো না। সমস্যা হচ্ছে বিএনপির হাই কামান্ডে এখনো বাম ঘেষাদের প্রভাব বেশি। বিএনপি দেশের সবচে বড় দল হওয়া সত্ত্বেও, কেন তাদের এই কোন ঘেষা অবস্থা? আমি মনে করি নেতৃত্ব, বেগম জিয়া কিছু অযোগ্য মানুষদের এখনো বিশ্বাস করে কিছু কাজের চেয়ারে বসিয়ে রেখেছেন। নইলে বিএনপি আমলে পান থেকে চুন খসলেই আওয়ামীলিগ যেভাবে জ্বলে উঠতো, বিএনপি অনেক বড় বড় ইস্যু পাওয়া সত্বেও কেন ওভাবে জ্বলে উঠতে পারছেন না্। কারণ হচ্ছে, অযোগ্য নেতৃত্ব।

মাহমুদুর নিজের মহিমায় মহিমান্বিত। তিনি এককভাবেই উজ্বল। মাহমুদের জন্মগতভাবে বিএনপি নন। তার মেধা এবং সততার গুণে খালেদা জিয়া অনুরোধ করেছিলেন বিএনপিতে আসতে। সেই সূত্রে আসা। আমার দেশ বন্ধ হবার উপক্রম, সাংবাদিকরা অনুরোধ করেছিলেন হাল ধরতে সেটাও করেছেন। দেশের প্রতি তার অগাধ টান ছিল তায় তিনি রাজনীতিতে এসেছেন, সবাই আসে ধান্দা করার জন্য তিনি শুধু দিয়েই গেলেন। নিজের যা পুঁজি ছিল সব ঢাললেন পত্রিকায়। আজ সব শূন্য।জনাব মাহমুদুর রহমান সাহেবের ঈমানী চেতনা আর দেশ প্রেম এত উচ্ছমানের তাই তাকে যথাযত সম্মান জানাই এবং মহান মা`বুদের দরবারে প্রার্থনা করি যেন তাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দ্বীন ও দেশের সেবা করার তাওফিক দান করুণ ।

 

  • 51956545
  • A._F._M._Rezaul_Karim_Siddique
  • mahmudur-rahman
  • mahmudur-rahman_11521_1462068159
  • BANGLADESH-UNREST-ISLAM

You may also like...

Read previous post:
বার বার কেন ব্লগার খুন

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমুদ্দিন সামাদের। তিনি মুঠোফোনে বলেছিলেন,...

Close