বাংলাদেশে প্রায় তিন দশক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন। সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। সে সময় বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলো ছিল নানা ইস্যুতে জাতীয় রাজনৈতিক আন্দোলনের মূল চালিকাশক্তি। ফলে তখন ছাত্র সংসদ নির্বাচনগুলোর গুরুত্বও ছিল অপরিসীম। কিন্তু সে পরিস্থিতি এখন একেবারেই বদলে গেছে। যে কারণেই ২৮ বছর পরের এই ডাকসু ও হল ছাত্র-সংসদগুলোর নির্বাচনকে ঘিরে নতুন করে একটা আগ্রহ তৈরি হয়েছে।
ভোটের দিন সকাল ৮টা থেকে ডাকসু কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদগুলোর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলতে থাকে দুপুর দুইটা পর্যন্ত। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে সাধারণ শিক্ষার্থীরা আশা করলেও কয়েকটি হলে ভোটে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়। পরে কুয়েত মৈত্রী হলে বেলা ১১টা ২০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে চলতে থাকে বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া, রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। সুফিয়া কামাল হলে বিশৃঙ্খলার অভিযোগে ভোট সাময়িক বন্ধ ছিল।
উল্লেখ্য এই নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে ছাত্র সংগঠন বেশ কিছু আপত্তি প্রকাশ করেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠানের সব পদক্ষেপ তারা নিয়েছেন।
নির্বাচনের প্রচারণা চলাকালে এক দলের পোস্টার ছিঁড়ে অন্যদলের পোস্টার টানানো, ব্যানার ছেঁড়াসহ আরও নানা অভিযোগ পাওয়া গেছে। যদিও নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জিরো টলারেন্স অবস্থানে থাকার কথা জানিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আবদুল বাসির।
বেশকিছু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রার্থীরা, নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সের পরিবর্তে স্টিলের ব্যালট বাক্সের ব্যবহার এবং কখন এই ব্যালট বাক্স পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার এমন অভিযোগও রয়েছে যে, একটি বিশেষ সংগঠনের প্রার্থীর প্যানেলকে জেতানোর জন্য প্রশাসন বিভিন্ন কৌশল করছে। ভোট গ্রহণের সময় নিয়েও প্রশ্ন উঠেছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্থাৎ টানা ৬ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। এই অল্প সময়ের মধ্যে ১৮টি হল থেকে ৪৩ হাজারের বেশি শিক্ষার্থীর ভোটগ্রহণ সম্ভব হবেনা বলে আশঙ্কা করেছিলেন অনেকেই। নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ৬টি পয়েন্টে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এরপর ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহুর্তে বেলা দেড়টার দিকে ছাত্রদল এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেয়। আর এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র মৈত্রী, ছাত্র মুক্তি জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বতন্ত্র জোট ও স্বাধিকার স্বতন্ত্র পরিষদ। প্রগতিশীল ছাত্র ঐক্য প্যানেলের ডাকসুর সহ-সভাপতি পদপ্রার্থী লিটন নন্দী তার ওপর হামলার অভিযোগ এনে ভোট বর্জন করেন এবং পুনরায় ভোটের দাবি জানান। এর আগে স্বতন্ত্র জোট তাদের নিজস্ব ফেসবুক পেইজে ভোট বর্জনের ঘোষণা দেয়।
এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি পদপ্রার্থী নুরুল হক নুরুর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন লিটন নন্দী। এই হামলা ও অনিয়মের জেরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ভোট বর্জন করে। মধুর ক্যান্টিনের ওই সংবাদ সম্মেলনে নির্বাচনের নানা অনিয়মের কথা তুলে ধরেন তারা।
ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করে পুনঃতফসিলের দাবি জানায় ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল। “প্রহসনের নির্বাচন” উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ ভোট বর্জন করা প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। ক্যাম্পাসে শুরু হয় বিক্ষোভ। বাংলাদেশ-কুয়েত মৈত্রী আবাসিক হলে উপ-উপাচার্যের গাড়ি ঘিরেও শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
এ ব্যাপারে ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন সংবাদমাধ্যমকে জানান, ছাত্রলীগের বিজয় নিশ্চিত জেনে তাদের নামে গুজব ছড়ানো হচ্ছে।