নির্বোধ বাঙালী

বাঙালি খুব প্রতিশোধ-পরায়ণ জাতি। কেউ অন্যায় করলে বাঙালি আইনের আশ্রয় নিয়েও ক্ষান্ত হয়না, তাকে কিছুটা হলেও প্রতিশোধ নিতে হয়। কেউ অন্যায় বা ভুল করারর পর ক্ষমা চাইলে বাঙালি মন থেকে ক্ষমা করে না। তাকে প্রতিশোধ নিতেই হবে। আর প্রতিশোধ নেয়ার জন্য নিজেকে যতোটাই নীচে নামাতে হোক, যতোটা জঘন্য উপায়ে হোক, অথবা যতো বড় অন্যায়ই করতে হোক, বাঙালি তা করবে। কারো বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য বাঙালি তার আজন্ম শত্রুর সঙ্গেও হাত মেলাতে দ্বিধা বোধ করেনা।

বাঙালির নৈতিকতাবোধ এখনো মধ্যযুগীয়। কেউ আপনাকে অপছন্দ করে, সে আপনার সকল যৌক্তিক কথাই অপছন্দ করবে। আপনাকে কেউ অযৌক্তিকভাবে বিরোধীতা করলে কিংবা কেউ আপনাকে নোংরাভাবে আক্রমন বা গালাগালি করলে বাঙালি সেখানেও সমর্থন দেবে। বাঙালি জনপ্রিয়তা হারানোর ভয়ে অন্যায় বা মিথ্যাচার দেখেও চুপ করে থাকে। বাঙালি নিজের ভুলকে সঠিক প্রমাণ করতে আরে ১০ টা ভুল করবে।

বাঙালির মানবতাবোধ পশ্চাৎপদ। বাঙালি নিজের সঙ্গে মানবতা লঙ্ঘন হবার কারণে নিজের দেশ ছেড়ে একটা মানবিক দেশে আশ্রয় নেবে, আবার সেই মানবিক দেশে বসেই নিজের দেশের মানুষগুলোকে আরো অমানাবিক করে তোলার আন্দোলন করবে।

এতো কিছুর পরও বাঙালি বিশ্বের সবচেয়ে জ্ঞানী জাতি। বাঙালি ২ টা বই না পড়েই ৫ টা বই লিখে ফেলার ক্ষমতা নিয়ে জন্মায়।

You may also like...

Read previous post:
ইসলামিক দেশগুলোতে নারী ধর্ষণ।

​প্রায় সময়ই শুনি যে, সৌদি আরব এবং এই ধরণের ইসলামি দেশগুলোতে নাকি ধর্ষণ হয় না। মেয়েরা খুব সুখে শান্তিতে জীবন...

Close