আলোকিত পশ্চিম

আমি যে মহাদেশে থাকি, আপনার কাছে মনে হতে পারে সে মহাদেশের বেশীরভাগ মানুষই পশু। কারণ, আরব অঞ্চলের মুসলমানরা মনে করে- নাস্তিকরা মানুষ নয়, তারা পশু।

আমি যে মহাদেশে থাকি, আপনার কাছে মনে হতে পারে সে মহাদেশের ১০০% মানুষই ধর্ষক। কারণ, এ মহাদেশের মানুষেরা মনে করে- ধর্ষককে নিজের হাতে শাস্তি না দিয়ে তাকে বিচারের মাধ্যমে আজীবনের জন্য জেলে পাঠানো উচিত।

আমি যে মহাদেশে থাকি, আপনার কাছে মনে হতে পারে সে মহাদেশের ১০০% মানুষই খুনী আর ধর্ষকের পক্ষে । কারণ, এ মহাদেশের মানুষেরা গত ৫০ বছরেও কোনো খুনি বা ধর্ষকের মৃত্যুদন্ডের দাবী তোলেনি।

রেনেসাঁ, ফরাসি বিপ্লব বা ইয়োরোপিয়ান এনলাইটেনমেন্ট অতিক্রম করে আসা এই অন্ধকার মহাদেশের অসভ্য মানুষগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নেয়াই আমার প্রতি মুহুর্তের সংগ্রাম। বিশ্বের কোনো আলোকিত আর সভ্য অঞ্চল থেকে আপনি আমাকে “পশু”, “ধর্ষক” বা “খুনী” বলে গালি দিতেই পারেন। তাতে আমি আহত হবো না।

You may also like...

Read previous post:
অর্থব্যবস্থা পুলসিরাতের উপর ঝুলছে

ব্যাংক ব্যবস্থা সম্বন্ধে জনগণকে প্রকৃত সত্য অবহিত করুন, যেহেতু ব্যাংক ব্যবস্থার গলদ নিয়ে পত্রিকাগুলো অনবরত লিখছে। এই অবস্থায় মানুষ ভীত...

Close