আল্লাহ একজন সমকামী

আল্লাহ সাহেবের হুকুম ছাড়া নাকি গাছের একটা পাতাও নড়ে না। কথাটা যদি সত্য বলে ধরে নেই তাহলে আমাকে বলতেই হবে যে ২ বছরের যে বাচ্চাটা ধর্ষিত হয় কিংবা মায়ের কোলে যে বাচ্চাটি পুলিশের গুলিতে মারা যায় কিংবা যে ৫ বছরের আয়লান কুর্দি সমূদ্রে মুখ থুবড়ে পড়ে থাকে কিংবা যে শিশুটি যুদ্ধে প্রতিদিন মারা যেতে থাকে সবই হয় এই আল্লা নামের মালটার হুকুমে।

যেই মালটা এত খুন এত হত্যার হুকুমদাতা সেই মালটাকে কেন আমরা কিছু বলছিনা? কেন আমরা তাকে ছেড়ে দিচ্ছি? কেন আমরা তাকে এত শ্রদ্ধা জানাই? আসলে সত্য কথা হচ্ছে আল্লা নিজেই একটা গে। কেননা তার হুকুম ছাড়া তো আমিই গে হতে পারতাম না, তাই না? এটাই তো আসলে সত্য, এটাই আসলে সঠিক।

আর সে কারনেই আল্লাহ গে বলে আমি রাজপথে নেমেছিলাম লন্ডন প্রাইডে। আমি নেমেছিলাম সত্য বলতে। আমি নেমেছিলাম প্রতিবাদে।

You may also like...

StatCounter - Free Web Tracker and Counter
Read previous post:
গোল্ডফিস মেমোরির জাতি

আমরা গোল্ডফিস মেমোরির জাতি। তাছাড়া কোনো সমস্যারই গভীরের কারণগুলো নিয়ে বিশ্লেষণ করেও আমরা অভ্যস্ত নই। লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহের সাহেব...

Close